আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার যখন ভূমিকম্প অনুভূত হয় তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৭। তাতে দুলতে থাকলেও তেমন কোনো ক্ষতিই হয়নি। পর পরই অনুভূত হয় আরেকটি ভূমিকম্প। এবার মাত্রা আরেকটু বেশি, রিখটার স্কেলে ৭.৭। এবারও কেঁপে ওঠে, হয়নি কোনো ক্ষতি।
১০০ ভূকম্পনের পরও বহাল তরিয়তে টিকে আছে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কাঠের তৈরি একটি ১০ তলা ভবন। ঘটনাটি ৯ মের। তবে বাস্তবে সেদিন সান দিয়েগোতে আঘাত হানেনি কোনো ভূমিকম্প। কম্পন বানানো হয়েছিল কৃত্রিমভাবে।
টলউড নামের একটি গবেষণার অংশ হিসেবে ১০০ বর্গফুট জায়গায় নির্মিত ভবনে কম্পিউটারের মাধ্যমে ভূমিকম্প সৃষ্টি করেন গবেষকেরা। ভূমিকম্পের গবেষণায় এ পর্যন্ত যেসব ভবন ব্যবহার করা হয়েছে সেগুলোর মধ্যে এটি সবচেয়ে উঁচু।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাঠ দিয়ে তৈরি এ ধরনের ভবন সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। যুক্তরাষ্ট্রের নতুন বিল্ডিং কোড মেনে এমন বাড়ি বানানো হলে ভূমিকম্পেও টিকে থাকবে বলে আশা করছেন ইউসি সান দিয়েগো, জ্যাকবস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকেরা।
৩৭ লাখ ডলার খরচে এ প্রজেক্ট হাতে নিয়েছে সান দিয়েগোর ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন। আগামী আগস্টে আরেকটি পরীক্ষা করতে চান গবেষকেরা। এর পর জানা যাবে, এভাবে ভবন বানালে সর্বোচ্চ কত তলা পর্যন্ত টিকে থাকবে।
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: মর্গ থেকে জীবিত ছেলেকে পেলেন বাবা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।