স্পোর্টস ডেস্ক: এ্যাস্টন ভিলা থেকে প্রতিভাবান এ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক গ্রীলিশকে ১০০ মিলিয়ন পাউন্ডের ব্রিটিশ রেকর্ড চুক্তিতে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাবটির সাথে গ্রীলিশের ছয় বছরের চুক্তি হয়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
সিটি আরো নিশ্চিত করেছে নতুন মৌসুমে গ্রীলিশ ১০ নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন। সম্প্রতি আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো বার্সেলোনায় পাড়ি জমালে সিটির ১০ নম্বর জার্সিটি খেলোয়াড় শুন্য হয়ে পড়ে।
নতুন চুক্তিতে দারুন উচ্ছসিত ২৫ বছর বয়সী ইংলিশ তারকা গ্রীলিশ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি দারুন খুশী। দেশের সেরা দল সিটি, একইসাথে ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলাও তার শ্রেষ্ঠত্ব ইতোমধ্যেই প্রমান করেছে। এই ক্লাবের অংশ হওয়া স্বপ্ন সত্যি হবার মতই ঘটনা। গত ১০ মৌসুম ধরে সিটি ধারাবাহিকভাবে বড় শিরোপা জিতে চলেছে। গার্দিওলা এখানে আসার পর থেকেই ক্লাবের চেহারা পাল্টে গেছে। ইউরোপে এখন সিটিই অন্যরকম পর্যায়ের ফুটবল খেলছে। এখানকার সুযোগ সুবিধাও অসাধারণ। সত্যিকার অর্থেই এখানে খেলার জন্য এবং সকলের সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি।’
২০১৬ সালে পল পগবাকে জুভেন্টাস থেকে দলে ভেড়াতে ম্যানচেস্টার ইউনাইটেডের ৮৯ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল যা এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগের কোন ক্লাবের জন্য সর্বোচ্চ চুক্তির পরিমান ছিল।
চলতি সপ্তাহের শুরুতে ছুটি কাটিয়ে সিটিতে ফিরেছেন গ্রীলিশ। ভিলার ইয়ুথ একাডেমী থেকে পাস করে গ্রীলিশ এই ক্লাবেই তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। মাঝে ২০১৩-১৪ মৌসুমে নটস কাউন্টির হয়ে ধারে এক বছর খেলেছেন। ২০১৪ সালে ভিলার হয়ে অভিষেক হবার পর এ পর্যন্ত ২১৩টি ম্যাচ খেলে ৩২টি গোল করা ছাড়াও ৪৩টি এসিস্ট রয়েছে গ্রীলিশের। ভিলার সাথে তার আরো চার বছরের চুক্তি বাকি ছিল। গত মৌসুমে লিগে তিনি ৬টি গোল করেছেন, এসিস্ট করেছেন ১০টি। এখনো পর্যন্ত তার চ্যাম্পিয়ন্স লিগে খেলা হয়নি। যে কারনে সিটিতে খেলার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমানের সুযোগ তিনি পাচ্ছেন।
গত মাসে ইংল্যান্ডের হয়ে ইউরো চ্যাম্পিয়নশীপে চারটি ম্যাচ খেলেছেন ভিলার এই অধিনায়ক। সেই টুর্নামেন্টে নিজেকে দারুনভাবে প্রমান করার পুরস্কার হিসেবেই গার্দিওলা তাকে দলে নিতে উদ্বুদ্ধ হয়েছেন। প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার লক্ষ্যে গ্রীলিশ সিটিকে বাড়তি অনুপ্রেরনা যোগাবে। ইতোমধ্যেই গ্রীলিশের ইংলিশ সতীর্থ ফিল ফোডেন ও রাহিম স্ট্রার্লিংকে এ্যাকাটিং ভূমিকায় দেখা গেছে, তাছাড়া কেভিন ডি ব্রুইনা, বার্নান্ডো সিলভা ও রিয়াদ মাহারেজের মত তারকারাও দলে রয়েছেন।
আগামী ১৫ আগস্ট টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে সিটি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।