আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর থেকে প্রতি বছর একশো অসুস্থ মুক্তিযোদ্ধাকে ভারতের সসস্ত্র বাহিনীর হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেয়ার এক নতুন পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। খবর বাসসের।
Advertisement
আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে জানা গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ও ভারতীয় দূতাবাস যৌথভাবে বাংলাদেশের সকল জেলা থেকে প্রাপ্য চিকিৎসার জন্যে মুক্তিযোদ্ধাদের বাছাই করবে।
বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী মুক্তিযোদ্ধাদের িি.িসড়ষধি.মড়া.নফ ওয়েব সাইট দেখতে বলা হয়েছে এবং নির্ধারিত ফরমে আগামী ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।