বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Xiaomi তার নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এই নতুন ডিভাইসটি Redmi 12s নামে বাজারে আনা হয়েছে। এই ফোনটি নোট সিরিজের আওতায় আনা হয়েছে, যা LTE-only ডিভাইস। এছাড়া এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। Xiaomi এর লেটেস্ট স্মার্টফোন সিরিজে Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G, Redmi Note 12 Pro+ 5G, Redmi Note 12 4G, Redmi Note 12 Turbo এবং Redmi Note 12R Pro 5G আগেই বাজারে আনা হয়েছে। লেটেস্ট স্মার্টফোনটি Note 11s এর রিব্র্যান্ড ভার্সন হিসাবে আনা হয়েছে।
Redmi Note 12S দাম
Redmi Note 12S ফোনটি আইস ব্লু, পার্ল গ্রিন এবং অনিক্স কালো রঙে আসে। ফোনটি 8GB + 256GB স্টোরেজের সাথে আনা হয়েছে। এটি বর্তমানে পোলেন্ড লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এই ফোনটি 29,500 টাকায় বিক্রি করা হবে। তবে ফোনের ভারতে লঞ্চের তারিখ কিছু জানানো হয়েনি।
Redmi-note-12s Redmi Note 12S স্পেসিফিকেশন
এই ফোনে 6.43-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে অফার করা হয়েছে, যার রেজোলিউশন (2400×1080 পিক্সেল) দেওয়া। স্ক্রিনের পিক্সেল ডেনসিটি 409 PPI এবং পিক ব্রাইটনেস 1000 নিটস দেওয়া হয়েছে। শাওমির লেটেস্ট রেডমি নোট সিরিজ স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য় এই স্মার্টফোন মালি G57 GPU দেওয়া হয়েছে। ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ এর অপশন পাওয়া যাবে।
ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14-এ চলবে। Redmi Note 12S ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করা হয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরা হিসাবে 108 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া। এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেটআপ LED ফ্ল্যাশ সাপোর্ট দেওয়া হয়েছে।
সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Redmi Note 12S ফোনে পাওয়ার দিতে 5000mah ব্যাটারি দেওয়া যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি USB Type-C চার্জিং পোর্ট সহ আসে।
ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোনে সব কথা শুনছে WhatsApp! আড়ি পাতার ভয়াবহ অভিযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।