১১ বছর পর এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ১১ বছর পর এশিয়া কাপে ভারতের বিপক্ষে এই জয় পেল টাইগারা।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়া কাপে অপরাজিত ছিল ভারত। কিন্তু ফাইনালে ওঠা দলটিকে হারিয়ে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচটা রাঙিয়ে দিল সাকিব বাহিনী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলম্বোয় মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। সাকিব ও হৃদয়ের অর্ধশতক এবং টেলেএন্ডারদের কল্যাণে ভারতকে ২৬৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত।

অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারত ভারত। মূলত তাদের লড়াইয়ে টিকিয়ে রাখেন শুভমান গিল। তবে তার বিদায়ও বাংলাদেশের জয়ের পথের বাধা দূর করতে পারেনি। এরপর অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর চোখ রাঙাতে থাকেন। সেই চোখে চোখ রেখে লড়াইয়ের লাগাম পুরোপুরি নিজেদের হাতে নিয়েছেন মুস্তাফিজরা।

ইতোমধ্যেই এশিয়া কাপের আসর থেকেও ছিটকে গেছে বাংলাদেশ। আজ ছিল নিয়মরক্ষার শেষ ম্যাচ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ১১ বছর আগে ২০১২ সালে দেশের মাটিতে প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রথমবার জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।