বিনোদন ডেস্ক: ৫৬ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ প্রকাশ রাজ। তবে পাত্রী আর কেউ নয় দ্বিতীয় স্ত্রী পনি ভর্মা। বাবা-মায়ের বিয়ে দেখার ভীষণ ইচ্ছে ছিল তাদের ছেলে বেদান্তের। ছেলের আবদার রাখতেই ১১তম বিবাহবার্ষিকীতে পনিকে ফের বিয়ে করেন রাজ।
টুইটারে আবার বিয়ে করার খবর দিয়েছেন প্রকাশ রাজ। অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানে প্রকাশের প্রথম স্ত্রীর পক্ষের দুই মেয়ে মেঘনা আর পুজাও উপস্থিত ছিলেন।
প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর ২০০৯ সালে ফের পনির প্রণয়ে বাঁধা পড়েন প্রকাশ রাজ। এক ছবির সেটেই পনির সাথে পরিচয় হয় তার। ওই ছবির কোরিওগ্রাফি টিমের সদস্য ছিলেন পনি।
দক্ষিণী এই অভিনেতা সিংঘাম, ওয়ান্টেডসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। জাঁদরেল ভিলেন হিসেবে তার অভিনয় বেশ দর্শকপ্রিয়। অভিনয়ের পাশাপাশি পরিচালকের খাতাও নাম লিখিয়েছেন প্রকাশ। বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন।
জনপ্রিয় এই অভিনেতা ২০১৭ সালে রাজনৈতিক অঙ্গনেও পা রাখেন। ২০১৯ সালে বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বদ্বিতা করে হেরে যান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।