বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্ক আরেক দফা টেসলার শেয়ার বিক্রি করেছেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আছেন তিনি।
বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তিনি তার কোম্পানির কমপক্ষে ৩০ হাজার শেয়ার বিক্রি করেছেন। এই সংখ্যা মোট শেয়ারের শতকরা ১০ দশমিক পাঁচ ভাগের সমান।
এ বিষয়ে যেসব ডকুমেন্ট হাতে পাওয়া যাচ্ছে সে অনুযায়ী বলা যায় সেপ্টেম্বরে শেয়ারগুলো বিক্রি করে দেয়ার পরিকল্পনা সাজানো হয়েছিল। তার ভিত্তিতেই শেয়ার বাজারে বিক্রি করেন ইলন মাসক। বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার বাজার মূল্যের পরিমাণ কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার। এর আগে তিনি টুইটারে অনুসারীদের কাছে জানতে চেয়েছিলেন টেসলার শতকরা দশভাগ শেয়ার বিক্রি করে দেয়া উচিত হবে কিনা। তার জবাবে বেশির ভাগ অনুসারী শেয়ার বিক্রি করে দেয়ার পক্ষে মতামত দেন।
ইলন মাস্ক গত শনিবার টুইটারে ওই জরিপ করেন। টুইটারে তার অনুসারীর সংখ্যা৬ কোটি ৩০ লাখ। এ ঘটনার পরই দু’দিনের মধ্যে এ কোম্পানির শেয়ারের দর পতন ঘটে শতকরা প্রায় ১৬ ভাগ। তবে বুধবার দিন শেষে শেয়ারের মূল্য কিছুটা বাড়তে থাকে। তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আয়কর আইনের বাধ্যবাধকতার অধীনে তিনি এই শেয়ার বিক্রি করে দিতে চান।
এই জরিপে অংশ নেন কমপক্ষে ৩৫ লাখ অনুসারী। তার মধ্যে শতকরা ৫৮ ভাগ অনুসারী শেয়ার বিক্রি করে দেয়ার পক্ষে মত দেন। শেয়ার বিক্রি করে দেয়ার পরে ইলন মাস্ক তার নিজের কাছে রাখবেন কমপক্ষে ১৭ কোটি শেয়ার। ফলে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ দাঁড়াবে কমপক্ষে ২৮ হাজার কোটি ডলার।
এ ছাড়াও মাস্ক যাতে পরবর্তীতে ২ দশমিক ১৩ মিলিয়ন ডলার কিনে নিতে পারে এ জন্য আবগারি শেয়ারের ব্যবস্থা রেখেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ ফিলিংস।
উল্লেখ্য, টেসলা প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্ক কোম্পানিটি থেকে কোনো বেতন পান না। ২০১০ সালে কোম্পানির প্রারম্ভ থেকেই টেসলার ৮০ শতাংশ শেয়ার তার মালিকানাধীন রয়েছে।
গত মাসে শেয়ারবিক্রির সময়ে টুইটারে পোস্ট করা একটি টুইটে মাস্ক জানান, মনে রাখবেন, আমি কোথাও থেকে নগদ বেতন বা বোনাস নিই না। আমার কাছে কেবল স্টক আছে, তাই ব্যক্তিগতভাবে কর দেওয়ার একমাত্র উপায় হলো স্টক বিক্রি করা।
তবে এবার ঠিক কী কারণে মাস্ক শেয়ারবিক্রি করলেন তা এখন পর্যন্ত অজ্ঞাত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।