জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১২ ফুট লম্বা ও ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে সমাজবিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট থেকে সাপটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে এটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দুইটার দিকে আমরা অজগর সাপটিকে দেখতে পাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামকে খবর দিলে তারা আসে। তিনটার দিকে সাপটি উদ্ধার করা হয়।
Whatsapp এ নাম গোপনের সহজ উপায়
জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করছি। আমরা উদ্ধার করে জীববিজ্ঞান অনুষদের নিকটে জঙ্গলের গভীরে ছেড়ে দিয়েছি।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুইমাসে বেড়েছে সাপের উপদ্রব। আবাসিক হলের কক্ষে, দরজার সামনে, রাস্তা-ঘাটে দেখা মিলছে সাপের। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সাপের অভয়ারণ্যও বলা যেতে পারে। অনেকদিন পর ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদের চলাফেরা বেড়েছে। তাই সাপের দেখা বেশি মিলছে। দীর্ঘদিন হল ও অনুষদের রুমগুলো অব্যবহৃত থাকাও একটা কারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।