কেরিয়ার একদিনে হয় না। কেরিয়ারের মতো কেরিয়ার গরতে চাইলে লাগে সময়, পরিশ্রম এবং মেধা। বলিউডে যেসব স্টারেরা রাজত্ব করতেছেন তাদের অনেকেই লম্বা সময় ধরে পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছেন। তাদের ছবি প্রতি পারিশ্রমিকও আকাশ ছোঁয়া।
চলুন জেনে নেই ১২ বলিউড অভিনেতারা ছবি প্রতি পারিশ্রমিক কতো হাকেন।
শাহরুখ খান
কিং খানের চাহিদা বাকি তিন খানের থেকে একটু হলেও কম। শাহরুখ চান ১০০ কোটির আসপাশে প্রতি ছবিতে।
অজয় দেবগণ
অজয় দেবগণও একধাক্কায় পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তিনিও ছবি পিছু এখন ১২৫ কোটি টাকা দাবি করছেন।
সলমান খান
একের পর এক বক্স অফিস হিট ছবি দেন সলমান খান। ছবি পিছু তিনিও ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
আমির খান
আইএমডিবি-র তথ্যা অনুযায়ী ছবি পিছু এখন আমির খান পারিশ্রমিক নেন ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
রণবীর কাপুর
একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রণবীর কাপুরের। এই মুহূর্তে ৬০ থেকে ৭৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
আয়ুষ্মান খুরানা
ভিকির মতোই আয়ুষ্মানেরও চাহিদা কম। ছবি পিছু পারিশ্রমিক দাবি করেন ১৫ থেকে ২৫ কোটি টাকা।
সইফ আলি খান
নবাব খানের পারিশ্রমিকের রেঞ্জ বেশ বড়। ছবির উপর ডিপেন্ড করে তাঁর পারিশ্রমিকের চাহিদা। মোটামুটি ছবি ও ওয়েব সিরিজ পিছু তিনি ১১ থেকে ৩০ কোটি দাবি করেন।
অমিতাভ বচ্চন
![অমিতাভ বচ্চন](https://inews.zoombangla.com/wp-content/uploads/2021/11/অমিতাভ-বচ্চন.jpg)
এবছরই ৮০তে পা দেবেন অমিতাভ বচ্চন। এখনওতাঁর কথা ভেবে ছবি তৈরি হয়। পারিশ্রমিক নেন ২০ থেকে ৩০ কোটি টাকা।
রণবীর সিং
কাপুরের থেকে সিং-এর পারিশ্রমিক একটু কম। ছবি পিছু ৪৫ কোটি টাকা দাবি করছেন রণবীর সিং।
ভিকি কৌশল
ভিকি কৌশলের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম। ছবি পিছু তিনি দাবি করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।
শাহিদ কাপুর
কবীর সিংয়ের পর আর পিছু ফিরে দেখতে হয়নি শাহিদ কাপুরকে। এই মুহূর্তে তিনি দাবি করছেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।
হৃত্বিক রোশন
পর পর ছবি হিট। এবার ছবি পিছু ৭৫ থেকে ১০০ কোটি টাকা দাবি করছেন হৃত্বিক রোশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।