নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত বিভিন্ন ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদের ৩৫ কর্মকর্তা পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক (জিএম) হয়েছেন। এদের মধ্যে ১৩ জনই জিএম রূপালী ব্যাংকের।
স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে এবারই মহাব্যবস্থাপক পদোন্নতিতে শীর্ষস্থান দখল করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি। এছাড়া ২০০৮ সালের পর একটি ব্যাংক থেকে এটিই সর্বোচ্চ জিএম পদে পদোন্নতি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (৭ জুন) জিএম পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতিপ্রাপ্তরা হচ্ছেন– রূপালী ব্যাংকের মোহাম্মদ সাফায়েত হোসেন, কমল ভট্টাচার্য্য, মো. মইনুদ্দিন, তাজ উদ্দীন আহম্মদ, মোহাম্মদ আমীর হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মাইন, আবু নাসের মোহাম্মদ মাসুদ, রোকনুজ্জামান, মো. আবুল হাসান ও এসএম দিদারুল আলম।
এদের মধ্যে মোহাম্মদ সাফায়েত হোসেন সকল পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
অন্য যারা পদোন্নতি পেয়েছেন তারা হলেন- সোনালী ব্যাংকের মো. আব্দুল মান্নান শেখ, মোহাম্মদ ইকবাল কবির, শফিউল আলম, সাইফুল আজিজ, দুলাল কান্তি চক্রবর্ত্তী, নাঈমা আক্তার ও এ. কে. এম শামছুল ইসলাম।
বেসিক ব্যাংকের মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন, হাসান ইমাম, এম. বি. এম. জাহিদ হোসেন, গোলাম সাঈদ খান ও সঞ্জয় কুমার দত্ত।
অগ্রণী ব্যাংকের সুস্মিতা মণ্ডল, স্বপন কুমার ধর, আফজাল হোসেন, শাহীনূল সুলতানা, সুধীর রঞ্জন বিশ্বাস, হুমায়ূন কবির, ইখতিয়ার উদ্দীন ও শামসুল হুদা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কবির আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩ ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।