জুমবাংলা ডেস্ক : প্রায় ১৩ বছর পর আবারও ঢাকা-টোকিও রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালুর জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়। তবে সেই চুক্তি সই হলেও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ফ্লাইট চালু সম্ভব হয়নি। তবে এখন সব জটিলতা কেটে যাচ্ছে।
জানা গেছে, আগামী ডিসেম্বরে দুই দেশের মধ্যে এই ফ্লাইট চালু করবে বিমান।
এর আগে দীর্ঘদিন ঢাকা-টোকিওর মধ্যে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু ছিল। তবে ২০০৬ সালে এই ফ্লাইট বন্ধ হয়ে যায়। এখন পুনরায় এই ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩০ জুলাই ঢাকায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় জাপানি পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে ঢাকা-টোকিও ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী আগামী ডিসেম্বরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।