Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব
    Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা

    ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব

    Tarek HasanDecember 23, 20243 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বেশ কিছুদিন ১২০ থেকে ১২২ টাকায় স্থিতিশীল ছিল ডলার। গত দুই সপ্তাহে বেড়ে এখন ১২৬ টাকা ছাড়িয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দরে ডলার কিনছে এমন ১৩টি ব্যাংক চিহ্নিত করে সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১১টি ব্যাংক রয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্সে ২৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে। রপ্তানি আয় বেড়েছে ১২ শতাংশের বেশি। আবার বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে কম সুদের ঋণ মিলছে। এ অবস্থায় হঠাৎ ডলারের দর বৃদ্ধির বিষয়টি উদ্বেগের। হাতে যথেষ্ট ডলার রয়েছে এমন ব্যাংকও বেশি দরে ডলার কিনছে। উদ্দেশ্যমূলকভাবে দর বাড়ানো হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    ব্যাখ্যা তলব করা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে– জনতা, রূপালী, ব্র্যাক, দ্য সিটি, ইস্টার্ন, শাহ্জালাল ইসলামী, ট্রাস্ট, মার্কেন্টাইল, যমুনা, ইউসিবি, এনসিসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। দেশের মোট রেমিট্যান্সের বড় অংশ আসে এসব ব্যাংকের মাধ্যমে। এর মধ্যে কোনো কোনো ব্যাংকে রেমিট্যান্স হঠাৎ করে ব্যাপক বেড়েছে।

       

    বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের শর্ত পূরণ করতে রিজার্ভ বাড়ানোর জন্য গত কয়েক দিনে বাজার থেকে প্রচুর ডলার কিনছে। আগের বকেয়া পরিশোধ করে দিতে বলা হচ্ছে। আবার রমজান সামনে রেখে এখন ডলারের চাহিদা বেড়েছে। আবার আইএমএফও চায় ডলার দরে উঠানামা করুক। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নিয়ে শিথিলতা দেখাচ্ছিল। এ সুযোগে কোনো ব্যাংক বাড়তি দরে ডলার কেনা শুরু করে। এর ফলে দর বেড়ে গেছে। তিনি বলেন, এক্সচেঞ্জ হাউসগুলো সামান্য সংকট দেখলেই তারা দর বাড়িয়ে দেয়। ডলারের দর বৃদ্ধির এটিও একটি কারণ হতে পারে।

    আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত মেনে গত ৮ মে ডলার বেচাকেনায় ‘ক্রলিং পেগ’ চালু করে বাংলাদেশ ব্যাংক। ওই দিন একবারে ৭ টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর ১১৭ টাকা করা হয়। তখন মৌখিকভাবে বলা হয়, ১১৭ টাকার সঙ্গে ১ টাকা যোগ বা বিয়োগ করে ডলার বেচাকেনা করা যাবে। এর পর সরকার পরিবর্তনের পর ১১৭ টাকার সঙ্গে আড়াই শতাংশ তথা ১২০ টাকা দরে ডলার বিক্রির সুযোগ দেওয়া হয়। এমন দরেই ডলার বেচাকেনা হচ্ছিল। এর মধ্যে ৫ ডিসেম্বর আইএমএফের টিম ঢাকায় এসেছে। তারা ডলারের দর উঠানামা না দেখে প্রশ্ন তোলে। বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ১৮ দিনে আরও ১৮৬ কোটি ডলার প্রবাসী আয় দেশে এসেছে। আগের বছরের ডিসেম্বরের একই সময়ের তুলনায় যা ৪২ দশমিক ২২ শতাংশ বেশি। আর জুলাই থেকে ১৮ ডিসম্বর পর্যন্ত রেমিট্যান্স ঠেকেছে ১ হাজার ২৯৯ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ২৮৮ কোটি ডলার বা ২৮ দশমিক ৪৭ শতাংশ বেশি। যে কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। গত বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

    গত বছরের সেপ্টেম্বর মাসে একবার বেশি দরে ডলার কেচাকেনা করায় ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করে বাংলাদেশ ব্যাংক। ২০২১ সালে অতিরিক্ত মুনাফা করার অভিযোগে ১২টি ব্যাংকের মুনাফার ৫০০ কোটি টাকা সিএসআর খাতে ব্যয়ের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ওই তালিকায় বিদেশি মালিকানার দুটি এবং বেসরকারি খাতের ১০টি ব্যাংক ছিল।

    ইজতেমার মাঠে ৪ জনের মৃত্যু: হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন সৈয়দ ওয়াসিফুল-আব্দুল্লাহ মনসুর

    বিগত সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক অনেক দিন ধরে ডলারের দর কৃত্রিমভাবে ৮৪ থেকে ৮৬ টাকায় ধরে রেখেছিল। একই সঙ্গে রিজার্ভ বাড়াতে তখন প্রচুর বিদেশি ঋণের অনুমোদন দেওয়া হয়। এভাবে রিজার্ভ বেড়ে ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। তবে করোনা পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তা আর নিয়ন্ত্রণ করতে পারেনি। ২০২১ সালের আগস্ট থেকে ডলারের দর বেড়ে এ পর্যায়ে এসেছে। সূত্র : সমকাল

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    বাংলাদেশ ব্যাংক
    Related Posts
    সোনালী ব্যাংক

    সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে পাবেন তিনগুণ মুনাফা

    September 22, 2025
    একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক

    চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক, টাকা ফেরত পাবেন যেভাবে গ্রাহকরা

    September 21, 2025

    টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

    September 21, 2025
    সর্বশেষ খবর
    বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

    বংশালের জলাবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

    স্বামীকে হত্যা

    নিখোঁজ নাটক সাজিয়ে স্বামীকে হত্যা

    সাংবাদিক মারধর

    রংপুরে সাংবাদিককে তুলে নিয়ে মারধর, ক্ষমা চাওয়ানোর চেষ্টা

    মশাল মিছিল, আটক ৪

    বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের মশাল মিছিল, আটক ৪

    এনআইডি কার্ড উদ্ধার

    ময়লার ভাগাড়ে ফেলা পাঁচ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

    গুলি করে হত্যা

    পারিবারিক বিরোধে যুবক গুলিতে নিহত

    হস্তান্তর

    নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

    গ্রেপ্তার

    শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম গ্রেপ্তার

    রকেট হামলা

    গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

    ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি

    ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.