বিনোদন ডেস্ক : এ সময়ের হার্টথ্রব হলিউড অভিনেতাদের অন্যতম রায়ান গসলিং। লম্বা সময় ধরে শো বিজনেসে আছেন তিনি। তিন দশক আগে শিশুশিল্পী হিসেবে টিভিতে অভিষেক, এখন তো বড় পর্দার জনপ্রিয় নায়ক।
সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যাচ্ছে, ৩০ বছরের ক্যারিয়ারে অভিনেতার পারিশ্রমিক বেড়েছে কোটি গুণের বেশি!
ডিজনি চ্যানেলের ‘দ্য মিকি মাউস ক্লাব’-এ প্রথমবার অভিনয় করেন রায়ান গসলিং। সিরিজটি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রচার হয়। এ সময়েই জনপ্রিয়তার দেখা পান তিনি।
এরপর ‘ব্রেকার হাই’ ও ‘ইয়াং হারকিউলিস’সহ বেশ কয়েকটি টেলিভিশন শোতে অভিনয় করেছিলেন। ২০০১ সালের ‘দ্য বিলিভার’ তার প্রথম চলচ্চিত্র। তবে খ্যাতি পান ২০০৪ সালের ‘দ্য নোটবুক’ দিয়ে।
কসমোপলিটনের প্রতিবেদন অনুসারে, ‘দ্য মিকি মাউস ক্লাব’-এ অভিনয় করে প্রতি সপ্তাহে গসলিং পেতেন ১৩৫ ডলা্র। ১৩ সপ্তাহ অভিনয়ের পর প্রথম বেতন হিসেবে মোট এক হাজার ৭৫৫ ডলার পান তিনি।
‘দ্য নোটবুক’ চলচ্চিত্রের জন্য তাকে দেয়া হয় ১০ লাখ ডলার। ২০১৭ সালে ‘দ্য নাইস গাইস’-এর জন্য ৭০ লাখ ডলার ও ‘ব্লেড রানার’ সিনেমায় অভিনয় করে পান এক কোটি ডলার। তবে সর্বোচ্চ পারিশ্রমিক পান গত বছরের ‘দ্য গ্রে ম্যান’ ছবি থেকে, দুই কোটি ডলার।
২১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে রায়ান গসলিংয়ের নতুন ছবি ‘বার্বি’। নাম ভূমিকায় আছেন মার্গট রবি। নায়িকা প্রধান সিনেমা হলেও গসলিংকে দেয়া হয়েছে সোয়া এক কোটি ডলার।
‘বার্বি’র পর এক বছর বিরতিতে দর্শক গসলিংকে আবার পর্দায় দেখবেন। একই নামের টিভি সিরিজ অবলম্বনে নির্মিত ‘দ্য ফল গাই’ মুক্তি পাবে ২০২৪ সালের ১ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।