জুমবাংলা ডেস্ক : রেল যোগাযোগ সহজ করতে ১৪ মার্চ যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার তহবিল থেকে অসহায়-দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন নির্মাণের কাজও শেষ হবে। লাইনটি নির্মিত হলেই ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’
কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে সরকারি সুযোগ গ্রহণ করতে বলবো। প্রশিক্ষণ নিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার আহবান জানাই।
পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতিসহ বোদা দেবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার ৪০ জন অসহায় দুস্থ ব্যক্তির মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।