Advertisement
জুমবাংলা ডেস্ক : লালপুর উপজেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৩টি ইউনিয়ন তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
চরের বাসীন্দাদের জন্য ৩টি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সাথে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
দুর্গতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।
ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ জানান, বৃহস্পতিবার দুপুরে লালপুর ইউনিয়নের ৫ শতাধিক দুর্গত মানুষের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তবে ত্রাণ সহায়তার পাশাপাশি কৃষির ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত চরবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।