বিনোদন ডেস্ক: আসন্ন ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। সিনেমা মুক্তির আগে প্রকাশ হওয়া এক পোস্টারেই আলোড়ন ফেলেছেন তারকা।
সম্প্রতি ‘প্রিয়তমা সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে সিনেমার প্রকাশ হওয়া তৃতীয় পোস্টারে আশি বয়সের এক বৃদ্ধের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। আর বৃদ্ধের লুকে প্রিয় তারকা শাকিবকে দেখে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
অবাক হওয়াও যে স্বাভাবিক। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো এভাবে দেখা যায়নি তাকে। ছবিতে তাকে সাদা পাকা লম্বা চুল ও দাড়িতে দেখা গেছে। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ বসে আছেন। মুখ ও হাতের চামড়ার ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে বয়সের ছাপ। এক অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন।
ঢালিউড সুপারস্টারের এ লুক প্রকাশ হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এই চরিত্র ধারণ করার জন্য কষ্ট কিন্তু কম ছিল না। প্রথমেই সংশয় ছিল যে, ছয়-সাত মিনিটের এই অংশ করার জন্য রাজি হবেন কিনা শাকিব। কিন্তু চিত্রনাট্য পড়ার পর বৃদ্ধের অংশটুকু করার জন্য আগ্রহ প্রকাশ করেন নায়ক। তারপর শুরু হয় প্রস্তুতি পর্ব।
এই অল্প কয়েক মিনিটের দৃশ্যের জন্য শাকিবকে বৃদ্ধ লুকে তৈরি করতে মোটা অংকের অর্থ গুণতে হয়েছে। এর জন্য প্রস্থেটিক মেকআপ টিমকে ১৫ দিনের মতো সময়ও দিতে হয়েছে। প্রথমেই তারকার মুখমণ্ডলের মাপ নেয়া হয়। সেভাবে একটি আবরণ তৈরি করে সেখানে চুল-দাড়ি বসিয়ে লুক নির্ধারণ করা হয়। এরপর চরিত্রের সঙ্গে সামঞ্জস্য কিনা, তা যাচাইয়ের জন্য লুক টেস্ট করা হয়।
মেকআপ আর্টিস্ট সবুজ খান এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমে বলেন, পুরো শুটিং এই অংশ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কেননা, প্রস্থেটিক মেকআপ করা অনেক কঠিন কাজ। দীর্ঘ সময় প্রয়োজন হয়। একটানা বসে থাকাতো রয়েছেই। এর মধ্যে কোনো ভুল করা যাবে না। প্রতিটি বিষয় আলাদা করে লিখে নোট করে রাখতে হয়।
তিনি বলেন, মেকআপের কাজগুলোও ভাগ করে দিতে হয়। শুটিংয়ের সময় আমাদের এই মেকআপ দেয়ার জন্য ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতো। আবার শুটিং শেষে মেকআপ তুলতে তিন ঘণ্টা লেগেছিল। আমরা তিন দিন আগে থেকেই মেকআপের সঙ্গে ছিলাম। শাকিবকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয়েছে।
এই মেকআপের খরচ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, এটা প্রচুর ব্যয়বহুল। এ জন্য ঢালিউড সিনেমায় এই ধরনের মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না। তবে আমরা কোনো ছাড় দেইনি। এই অর্থ দিয়ে সিনেমার কয়েকটি মারপিটের দৃশ্য বেশ ভালোভাবেই করতে পারতাম। তবে খরচের ব্যাপারে একটি সূত্র বলছে, এই প্রস্থেটিক মেকআপের খরচ পাঁচ লাখ টাকার কম নয়।
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, ডন, এলিনা শাম্মী, সহীদ নবী প্রমুখ।
১০ বছরের সংসার: অপুর সামনেই অন্য নায়িকাদের প্রস্তাব দিতেন শাকিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।