বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০০৭ সালের ৯ জানুয়ারি মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তাদের প্রথম জেনারেশনের টুজি আইফোন উন্মোচন করে। অ্যাপলের তৎকালীন সিইও স্টিভ জবস নিজে উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। ১৫ বছর আগের সেই আইফোনটি এখন বিক্রি হচ্ছে ৩৫ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা।
২০০৭ সালে স্টিভ জবস নিজ হাতে সান ফ্রান্সিসকোর ম্যাকওয়ার্ল্ড কনভেনশনে অ্যাপলের প্রথম টুজি আইফোন উন্মোচন করেন। এত বছর পর ফোনটি নিলামে তুলেন এক গ্রাহক। নিলামে সেই ফোনটির দাম উঠেছে ৩৫ হাজার মার্কিন ডলার।
অ্যাপলের প্রথম আইফোনটি ছিল ২.৪ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্টেড। ফোনটিতে থাকা ২ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে শুধুমাত্র ছবি তোলা যেত। ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ ছিল না। আইফোন চারে প্রথমবারের মতো সেলফি ক্যামেরা যুক্ত হয়। সে সময় অন্যান্য সব ফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহার হলেও আইফোনের ব্যাটারি খোলার কোনো সুযোগ ছিল না। আজও তা অব্যাহত রয়েছে।
সে সময় ব্লুটুথ হেডফোন তৈরি করেছিল অ্যাপল। আইফোনের সঙ্গে কানেক্ট করে হেডফোনের মাধ্যমে ভয়েস কলসহ গানও শোনা যেত। তখনকার ফোনে মেমোরি কার্ড ব্যবহারের স্লট থাকলেও আইফোনে সে সুযোগ ছিল না। এখন পর্যন্ত কোনো মডেলেন আইফোনেই স্টোরেজ বাড়ানোর সুযোগ দেওয়া হয়নি।
প্রথম আইফোন রিলিজের সময় অ্যাপ স্টোরও ছিল না। কেনার সময় যে সকল অ্যাপ ইনস্টল ছিল, শুধুমাত্র তাই ব্যবহার করতে হতো। তবে এত পুরোনো দিনের হলেও প্রথম আইফোন দুটি ভ্যারিয়েন্ট মার্কেটে এসেছিল, ৪ জিবি এবং ৮ জিবি স্টোরেজ সুবিধা ছিল। প্রথম ভ্যারিয়েন্টটির দাম ছিল ৪৯৯ মার্কিন ডলার, দ্বিতীয়টির ৫৯৯ মার্কিন ডলার।
আকর্ষণীয় রঙ ও নতুন নকশায় বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।