আন্তর্জাতিক ডেস্ক: উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। ১৫ জুন, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের গুজরাট ও পাকিস্তানের কারাচি উপকূল হয়ে ঝড়টি আঘাত হানতে পারে। এ জন্য দেশ দুটির উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। খবর এনডিটিভি, জিও নিউজ।
বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া বিভাগ, আইএমডি জানিয়েছে, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার। এছাড়া গুজরাট উপকূল থেকে প্রায় অন্তত ৭৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় যত এগিয়ে আসবে ভারতের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা তত বাড়বে।
ভারতের রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্কতামূলকভাবে ৭৬টি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে।
গুজরাটের বিখ্যাত দেবভূমি দ্বারকার দ্বারকাধীশ মন্দির এবং গির সোমনাথ জেলার সোমনাথ মন্দির বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় পাকিস্তানও সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেছেন, বৃহস্পতিবার ঝড়টি করাচি উপকূল হয়ে আঘাত হানতে পারে। ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে ৬৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেছেন, ওই অঞ্চলগুলোতে ছোট প্লেন চলাচল স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থা পর্যবেক্ষণ করে বাণিজ্যিক ফ্লাইটও স্থগিত করা হবে।
৪০ মণ ওজনের ‘রাজা বাবু’কে দেখতে এলাকাবাসীর ভিড়, দাম হাঁকছেন ২৫ লাখ টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।