জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৬ কেজি ১৪ গ্রাম ওজনের ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মোটরসাইকেলসহ আটক করা হয়েছে একজন পাচারকারীকে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ৩টার সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তার নির্দেশনা ও পরিকল্পনায় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে ভারতীয় সীমান্তের ৭৭/২ এস সীমান্ত পিলার থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। এদিন দুপুর ১টার দিকে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি দর্শনা থেকে কার্পাসডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় বিজিবির সশস্ত্র টহলদল তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তি চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের আশাদুল হকের ছেলে নাজমুল ইসলাম। তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে একপর্যায়ে তার মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্স থেকে ছোট ও বড় মোট ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ১৬ কেজি ১৪ গ্রাম। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা। এ বিষয়ে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে আসামিকে দর্শনা থানায় সোপর্দ ও উদ্ধার স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।