Advertisement
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এবার প্রেমিকের মিউজিক ভিডিও দেখে আপ্লুত তিনি। ওই ভিডিওর টিজার ইনস্টাগ্রামে স্টোরিতে আপলোডের পর তিনি নীচে লিখলেন, ‘সো প্রাউড অব ইউ জান।’ গর্বিত প্রেমিকার প্রতিক্রিয়া যেন ভিডিওটির থেকেও বেশি মন কেড়েছে দর্শকের। সুস্মিতা সেনের প্রেমিক রহমান শোল ও ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত এরিকা জেনিফার ফার্নান্ডেজ-এর নতুন মিউজিক ভিডিও ‘মৌলা’ মুক্তি পায় বুধবার।
মিউজিক ভিডিওটি ‘সারেগামা অরিজিনালস’-এর প্রথম ভিডিও। রহমান, এরিকা ও সালমান শেখের প্রেমের ত্রিকোণ প্রেমে মজেছে দর্শক। পাপনের গলায় বিরহও বেশ সুন্দর। এই মতামত কেবল দর্শকের নয়। ভিডিওর নায়ক-নায়িকাও পাপনের গানে মুগ্ধ। সুস্মিতার থেকে ১৬ বছরের ছোট রহমান। তাদের কেমিস্ট্রি দেখে বহুদিন ধরেই মু্গ্ধ নেটিজিনরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



