স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালে ওয়ানডে ক্রিকেটে চমৎকার বোলিং করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের এই বছরে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অনেক বেশি ভালো বোলিং করেছে ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ সালে দেশীয় ক্রিকেটারদের মধ্যে ১৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৪ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার খ্যাত এ পেসার।
তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। টেস্টে মাত্র এক ইনিংস বল করে ১ উইকেট শি’কার করেন। আর টি-টোয়েন্টির ৭ ম্যাচে ফিজ খ্যাতি পাওয়া এ পেসার শি’কার করেন মাত্র ৪ উইকেট।
টেস্ট ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে চার ম্যাচ খেলে সর্বোচ্চ ৯টি করে উইকেট শি’কার করেছেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার আবু জায়েদ রাহী।
আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে ২০১৯ সালে ৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৮ উইকেট শি’কার করেন শফিউল ইসলাম। চার ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শি’কার করেছেন মোহাম্মদ সাইফ হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।