আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে একটি শহরের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন ১৮ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। গত মে মাসে তিনি কেবল হাইস্কুলে লেখাপড়ার শেষ করেছেন। ঐ যুবকের নাম জেলেন স্মিথ।
বিবিসির সংবাদ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) আরকানসাস রাজ্যের টেনেসির মেমফিস থেকে ৩০ মাইল পশ্চিমে গ্রামীণ শহর আর্লের নগরপিতা নির্বাচিত হন জেলেন স্মিথ।
ডেমোক্র্যাট সদস্য আর্লে বুধবার মার্কিন সংবা মাধ্যম ওয়াশিংটনকে বলেন, ‘খুশিতে আমার মা কান্না থামাতে পারছেন না।’ ১৮শ’ নাগরিকের শহর আর্লেতে মেয়র নির্বাচনে ভোট পড়ে ২৩৫। এতে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন জেলেন।
বিবিসি জানিয়েছে, অনেক ভোটার জর্জিয়াতে সিনেট নির্বাচনে যোগ দেয়ায় তারা ভোট দিতে পারেননি।
এদিকে ভোটে জিতে জেলেন স্মিথ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার সমস্ত সমর্থকের ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।’
নতুন মেয়র হয়ে তিনি পুলিশ বাহিনীর উন্নতি, শহরের ড্রেনেজ সিস্টেম মেরামত, পরিত্যক্ত বাড়িগুলির সংস্কারের চেষ্টা করবেন। তবে স্মিথ জানিয়েছেন, প্রথম কাজ হিসেবে শহরে একটি সুপার শপ তৈরি করার পরিকল্পনা করেছেন। কয়েক বছর আগে একমাত্র সুপার শপটি বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
এদিকে স্মিথ জানিয়েছেন, তিনি আরকানসাস স্টেট ইউনিভার্সিটি মিডসাউথে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে গেলে পড়াশোনা জরুরি। এছাড়া ভবিষ্যতে একজন প্রসিকিউটর হবেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।