জুমবাংলা ডেস্ক : কর্মীরা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীতে এক বেসরকারি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
হবিগঞ্জ: চিকিৎসক ও নার্স নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল এই স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়। এর আগে সোমবার রাতে এখানকার এক চিকিৎসক ও নার্স নভেল করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
লাখাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা তালুকদার বলেন, আক্রান্ত চিকিৎসক ও নার্স হাসপাতালের ভেতরেই আইসোলেশনে আছেন। এ কারণে হাসপাতালের কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফেনী: সোনাগাজীতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক ক্লিনিক কর্মচারী। এ ঘটনায় গত সোমবার রাতে ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে এর সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী ক্লিনিকে কর্মরত এক যুবক অসুস্থবোধ করলে ১৬ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখানে তার নমুনা পরীক্ষার পর গত সোমবার রাতে নভেল করোনাভাইরাস পাওয়ার কথা জানানো হয়। এ খবর জানার পর ওই ক্লিনিক বন্ধ করে সব কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে তার বাড়িতে অবস্থান করছেন। তাকে ফেনী ট্রমা সেন্টারে এনে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে।
ওই ক্লিনিকের মালিক বলেন, সোমবার রাতে খবর পেয়ে ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
তথ্যসূত্র : বণিকবার্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।