দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভোরে ঢাকায় আসছেন বৃটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। তার সফর বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বৃটিশ সরকারের সহায়তা-কাটছাঁট নীতি বিবেচনায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিনে ব্যারোনেস চ্যাপম্যান সরাসরি কক্সবাজার যাবেন এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় যুক্ত সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন।
সন্ধ্যায় ঢাকায় ফিরে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শুক্রবার সরকারি ছুটির দিন হলেও তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।
বিশ্লেষকরা মনে করছেন, বৃটিশ সরকারের সহায়তা-কাটছাঁট নীতি, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততার প্রস্তাব এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য ‘মানবিক করিডর’ স্থাপন ইস্যুসমূহ এই সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।
ব্যারোনেস জেনি চ্যাপম্যান বর্তমানে বৃটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টিসাইড ইউনিভার্সিটির প্রথম নারী আচার্য ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



