আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দু’মাসের এক শিশুকে দেওয়া হবে ১৬ কোটি টাকার একটি ইনজেকশন। বলা হচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন। যে অসুখের জন্য শিশুটিকে এই ইনজেকশন দেওয়া হবে, সে রোগটির নাম জেনেটিক স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি (এসএমএ)।
১৬ কোটি টাকার ইনজেকশন প্রয়োগের ঘটনাটি ব্রিটেনের। জানা গেছে, এসএমএ রোগটি ক্যান্সারের চেয়েও মারাত্মক। তাই এর চিকিৎসাও এত ব্যয়বহুল। মূলত স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি এসএমএ শরীরে এসএমএন-১ জিনের অভাবে ঘটে।
এই রোগের ফলে শিশুদের বুকের পেশি দুর্বল হয়ে পড়ে। শ্বাস নিতে অসুবিধা হয়। প্রতি বছর ব্রিটেনে প্রায় ৬০ জন শিশু জন্মগতভাবে এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে।
যে ইনজেকশনটি দেওয়া হবে তার নাম জোলগেনসমা। এই ইনজেকশনটি আমেরিকা, জার্মানি এবং জাপান থেকে আমদানি করে ব্রিটেন। একজন রোগীকে একবারই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে।
যে শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেওয়া হবে তার নাম এডওয়ার্ড। শিশুটির বাবা-মা এই ব্যয়বহুল চিকিৎসার জন্য তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা শুরু করেছে। এখনও পর্যন্ত সহায়তা হিসাবে ১ কোটি ১৭ লাখ টাকা অনুদান পেয়েছেন তারা। সূত্র : ডেইলি মেইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।