Advertisement
স্পোর্টস ডেস্ক : ২২ গজে আবারও সেই একই বাংলাদেশে। দ্বিতীয় ইনিংসেও একই রকম শুরু বাংলাদেশের। ইশান্ত শর্মার করা ইনিংসের প্রথম ওভারেই ফিরে গেলেন সাদমান ইসলাম। ব্যক্তিগত ও দলীয় কোনো রান যোগ না হতেই। এরপর তিনে নামা অধিনায়ক মুমিনুল হকও ফিরলেন ডাক মেরে। নিজেদের দ্বিতীয় ইনিংসে দলীয় মাত্র ২ রানেই বাংলাদেশ হারাল ২ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেটে ৭ রান।
এর আগে শুক্রবার বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ১০৬ রান। বিপরীতে ভারত ৯ উইকেটে ৩৪৭ রান করে শনিবার ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।