২০২৬ সালের হজে গমনেচ্ছু প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীদের জন্য ভিসার আবেদন সম্পন্ন করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০ মার্চের মধ্যে এই আবেদন প্রক্রিয়া শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদনের পূর্বশর্ত হিসেবে প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই সরকারি হাসপাতাল থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত কেন্দ্রগুলো থেকে টিকা গ্রহণপূর্বক স্বাস্থ্যগত সক্ষমতার সনদ বা ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করা বাধ্যতামূলক। যথাযথ স্বাস্থ্য সনদ ও টিকা কার্ড ছাড়া ভিসার আবেদন করা সম্ভব হবে না।
এতে বলা হয়, ভিসা আবেদন শুরু: আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, আবেদনের শেষ সময়: ২০ মার্চ ২০২৬, আবেদনের মাধ্যম: সৌদি সরকারের ‘নুসুক মাসার’ (Nusuk Masar) সিস্টেম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজযাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়সীমা ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবাসী ও দেশি সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে সনদ সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
হজসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


