২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে : কোন কোন দেশে বেশি যাচ্ছে

২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে : কোন কোন দেশে বেশি যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ দেশ ছেড়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে : কোন কোন দেশে বেশি যাচ্ছে
ছবি সংগৃহীত

এক টুইটে ফিলিপ্পো জানান, আজ ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।

জাতিসংঘের বরাতে কোন দেশে কত সংখ্যক মানুষ আশ্রয় নিচ্ছে তার একটি হিসেব তুলে ধরেছে বিবিসি। এতে বলা হয়, বেশিরভাগ মানুষ ইউক্রেনের পশ্চিম সীমান্ত দিয়ে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মালডোভায় প্রবেশ করছে। এমনকি কিছু মানুষ বেলারুশ ও রাশিয়াতেও আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পোল্যান্ডে এখন পর্যন্ত ১২ লাখ ৪ হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে। হাঙ্গেরিতে ১ লাখ ৯১ হাজার, স্লোভাকিয়ায় ১ লাখ ৪১ হাজার, মালডোভায় ৮৩ হাজার, রোমানিয়া ৮২ হাজার, রাশিয়ায় ৯৯ হাজার ৩০০ ও বেলারুশে ৪৫৩ জন।

জাতিসংঘ জানায়, এসব দেশে পৌছানোর পর ১ লাখ ৮৩ হাজার ইউক্রেনীয় ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছে।

বেলুন বিক্রেতা থেকে রাতারাতি তারকা, নেটদুনিয়া মাতাচ্ছেন এই কিশোরী