জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ফুলবাড়ী সীমান্ত দিয়ে পাচারকালে ২০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় পাচারকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। সোমবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা থেকে ভারতে মার্কিন ডলার পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অন্তর্গত ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিশেষ দল দর্শনা থানাধীন সীমান্ত পিলার ৮৬ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী গ্রামের একটি মাঠের পাশে ওত পেতে থাকে। এ সময় মাঠের মধ্য দিয়ে এক ব্যক্তিকে যেতে দেখলে বিজিবি টহল দল তার গতিরোধের চেষ্টা করলে ঐ ব্যক্তি তার ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত মার্কিন ডলারগুলো বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ২০ হাজার টাকা। ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।