জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের ধল্যাছড়া পাড়ায় প্রায় ২০০ বিঘা জমিতে গাজা ক্ষেত শনাক্ত করে ধ্বংস করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মেজর আসিফ ইকবালের নেতৃত্বে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
জানা গেছে, টহল দলটি ৩৫-৪০টি গাঁজা ক্ষেত শনাক্ত করে যার প্রতিটি জায়গায় ৩-৪ বিঘা জমিতে গাঁজা চাষ করা ছিল। নিরাপত্তা বাহিনী এসব মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারীর আটক করার অভিযান অব্যাহত রেখেছে।
এর আগে গত ২০ ডিসেম্বর খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বে বেশ কিছু গাজা ক্ষেত ধ্বংস করা হয়।
স্থানীয়দের অভিযোগ, গহীন অরণ্য ও দুর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এইরকম জায়গায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা তাদের নিরাপদ বসবাস এলাকা হিসেবে বেছে নেয়। আর এই ধরনের মাদক ব্যবসা থেকে আয় করা অর্থ ব্যয় হয় আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, অস্ত্র ক্রয় ও তাদের বেতন ভাতাসহ অন্যান্য প্রশাসনিক কাজে।
এছাড়া সাধারণ মানুষ এবং বিশিষ্ট নাগরিক সমাজের ধারণা, বিতর্কিত ভূমি কমিশন আইনের ফলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাহাড়ে ভূমির অবাধ ব্যবহার করে মাদকের স্বর্গরাজ্য তৈরির সুযোগ পাচ্ছে।
নিরাপত্তা বাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত রাখায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel