Xiaomi 12T স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে যাচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। ৮ জিবি র্যাম ইন্সটল করা থাকবে এ হ্যান্ডসেটে।
সামনের সপ্তাহগুলোর মধ্যে যেকোন একদিন এ বিশেষ স্মার্টফোনটি বিশ্বব্যাপী বাজারে বের হতে যাচ্ছে৷ 12T ও 12T প্রো মডেলের ২টি হ্যান্ডসেট এভিলেবল থাকবে।
Geekbench Xiaomi 12T স্মার্টফোন নিয়ে বেঞ্চমার্ক রিপোর্ট প্রকাশ করেছে। Single Core এ ১৩০০ ও মাল্টিকোরে ৪০৬১ স্কোর তুলতে সক্ষম হয়েছে স্মার্টফোনটি।
শাওমি এর আগে কখনও ২০০ মেগাপিক্সেল এর স্মার্টফোন রিলিজ করেনি। ৮টি কোরের মধ্যে ৪টি কোর ২.০২ গিগাহার্জ ও অন্য ৩টি কোর ২.৭৫ গিগাহার্জে রান করে।
তবে প্রাইমারি কোর ৩.১৯ গিগাহার্জ বজায় রেখে পারফর্ম করতে সক্ষম। তবে Geekbench এর বেঞ্চমার্ক রিপোর্ট এ স্মার্টফোনটির দুর্দান্ত পারফর্মমেন্স সবাইকে অবাক করে দিয়েছে।
Xiaomi 12T FCC এর সার্টিফিকেশন পেয়েছে। NFC ও ফাইভ জি এর সাপোর্ট থাকবে এ ডিভাইসে। এ স্মার্টফোনে Android 12 ইন্সটল দেওয়া থাকবে ও MIUI এর সাপোর্ট থাকবে। MIUI এর সর্বশেষ ভার্সনটিই এখানে ইন্সটল করা থাকবে যা MIUI 13 নামে পরিচিত।
৮ জিবি র্যাম এর সাথে ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ এর ২ টি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যাবে। তবে ৮ জিবি র্যামের সাথে এই হ্যান্ডসেটের ১২ জিবি ভার্সন থাকবে সেটা নিশ্চিত।
তবে না থাকার সম্ভাবনাই বেশি। ৪ বা ৬ জিবির র্যামের কোন ভার্সন থাকছে না আবার ৮ জিবির উপরেও থাকার কোন সম্ভাবনা নেই।
Xiaomi 12T Pro স্মার্টফোনের পেছনে তিনটি ক্যামেরা লেন্স থাকবে। এর মধ্যে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স থাকবে। স্মার্টফোনটিতে ২০ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা থাকবে।
৫ হাজার মেগাহার্জের ব্যাটারির দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। সাথে থাকবে ১২০ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
Xiaomi 12T স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির এমোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে। স্ক্রিনে ১২০ হার্জের রিফ্রেশ রেট থাকে। ডিসপ্লেতে কর্নিং গ্লাস এর প্রটেকশন থাকবে।
Xiaomi 12T স্মার্টফোনটির দাম ভারতে ৫০ হাজার রুপি ও বাংলাদেশে ৬৭ হাজার টাকা। Xiaomi 12T Pro স্মার্টফোনটির দাম ৬০ হাজার রুপি ও ৭৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।