বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজারে নতুন একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আসছে টেক জায়েন্ট মটোরোলা। ফ্রন্টিয়ার কোডনেমের এই ফ্ল্যাগশিপ তৈরিতে ইতোমধ্যে কাজ করছে কোম্পানিটি।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল এস৫কেএইচপি১ সেন্সর। সাথে থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড স্ন্যাপার এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর সেলফি তোলার জন্য থাকতে পারে ৬০ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি৬০এ সেন্সর।
ফোনটিতে আরো থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১৪৪ হার্জের ওএলইডি ডিসপ্লে, যা এজ এক্স৩০ ফোনেও রয়েছে। থাকবে স্ন্যাপড্রাগন ৮ চিপসেট, তবে এটি ঠিক বর্তমানে কোয়ালকমের শীর্ষে থাকা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট নয় বরং টিসিএমসির ৪ ন্যানোমিটার প্রসেসের চিপসেটের মতো।
ফ্রন্টিয়ারে থাকতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ কিংবা ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের যেকোনো একটি সংস্করণ।
১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার, ২০ মিনিটের কম সময়ে শতভাগ চার্জ
আর সর্বশেষ আরেকটি চমক থাকবে ফ্রন্টিয়ারে। এতে থাকবে ১২৫ ওয়াটের টাইপ-সি চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।