বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দেখতে দেখতে আরেকটি বছর বিদায় নিচ্ছে। কুয়াচ্ছন্ন ভোরে, শিশির ভেজা কোন এক ভোরের মধ্য দিয়ে ২০২২ আসার পালা! তবে ২০২১ সালের শেষ সময়ে এসে অনেকে জানতে চান, বছরজুড়ে ইন্টারনেটে মানুষ কী খুঁজেছে।
বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলে প্রতিনিয়ত অসংখ্য বিষয়ে জানতে চান মানুষ। নিজের বাড়ির কাছাকাছি ক’রোনা বু’থ কিংবা খাবার কেনার জায়গাও খোঁজেন মানুষ। চলুন, ২০২১–এ গুগলে কী খুঁজছে মানুষ, তা একপলকে জানার চেষ্টা করি-
ক’রোনা পরীক্ষা
২০২১ সালের শেষেও বিশ্ববাসী করো’নার উদ্বেগ কাটিয়ে উঠতে পারেনি। ভয়ংকর ডে’ল্টার পর এখন বিশ্ব থরথর করছে ওমিক্র’নে। এ পরিস্থিতিতে জ্বর, সর্দি-কাশি হলেই ক’রোনা পরীক্ষা করছেন অনেকে। বাড়ির কাছাকাছি কোথায় ক’রোনার পরী’ক্ষার বুথ আছে, সেটাই বেশি অনলা’ইনে খুঁজছে মানুষ।
অক্সিজেন সিলিন্ডার
ভারতসহ বিভিন্ন দেশে অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার লেগেই ছিল। অসংখ্য মানুষ অক্সিজেন সিলিন্ডার লিখেও গুগলে সার্চ দিয়েছেন।
খাদ্য সরবরাহ
অনলাইনে ফুড ডেলিভারি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ক’রোনাকা’লে যখন মানুষ বাসায়, তখন ফুড ডেলিভারিও বেশি খোঁজা হয়েছে।
ক’রোনা হাসপাতাল
ক’রোনা ডেডি’কেটেড হাসপাতালও গুগল সার্চের শীর্ষে রয়েছে। ২০২১ সালজুড়ে ইন্টারনেটে কাছাকাছি করো’না হাসপাতা’ল খোঁজার চেষ্টা করেছে মানুষ।
রেস্তোরাঁ
লকডাউন শেষ হওয়ার পরই মানুষ গুগলে সার্চ করতে শুরু করেছে, বাড়ির আশপাশে কোথায় কোথায় ভালো রেস্তোরাঁ আছে।
সিটি স্ক্যান
চলতি বছর ইন্টারনেটে অনেককেই দেখা গিয়েছে সিটি স্ক্যান বাড়ির কাছাকাছি কোথায় আছে, সেটা খুঁজতে।
গাড়ির প্রশিক্ষণ স্কুল
বাড়ির কাছে গাড়ি প্রশিক্ষণ স্কুল খুঁজেছে অসংখ্য মানুষ।
ফাসট্যাগ
ফাসট্যাগ হলো গাড়ির সামনে লাগানো থাকা একধরনের বারকোড। ওটা গাড়ির মালিকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকে। কোড স্ক্যান করে সরাসরি অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।