স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবল ম্যাচ। এমন পরিস্থিতিতে ফের কবে মাঠে গড়াবে ফুটবল তা নিয়েই উঠছে প্রশ্ন! তবে, ২০২১ সালের আগে আন্তর্জাতিক ফুটবল হওয়ার সম্ভাবনা খুবই কম। এমনটাই বলেছেন ফিফা সহ-সভাপতি ভিক্টর মনটাগ্লিয়ানি।
করোনাভাইরাসের কারণে বিশ্বে সব রকম ফুটবল বন্ধ। সংকট কাটিয়ে আবারও যখন মাঠে প্রতিযোগিতা গড়াবে, তখন ঘরোয়া-আন্তর্জাতিক পর্যায়ে ভীষণ এক সূচির বিপর্যয়ে পড়বে ফুটবল। নতুন সূচি ঠিক করে মাঠে খেলা ফেরাতে আগামী বছর সময় লাগবে বলে জানিয়েছেন এ কানাডিয়ান সহ-সভাপতি।
এদিকে মার্চ থেকে জুন পর্যন্ত খেলা স্থগিত করে রেখেছে ফিফা। মন্টাগ্লিয়ানি বলছেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও খেলা শুরু করা বেশ কঠিন হয়ে যাবে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঘরোয়া ফুটবল এক্ষেত্রে প্রাধান্য পাবে। সেপ্টেম্বর মাসের সূচি আগেই ঠাসা। তবে আমার মনে হয় এখন সেইসব চিন্তা করার সময় না।
করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত মাঠ ভর্তি করে দর্শক-সমর্থক আনা যাবে না বলেও মনে করেন মন্টাগ্লিয়ানি।
করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ ফুটবল আয়োজন সম্ভব নয় বলেও জানিয়েছেন কনক্যাকাফের এ সভাপতি। মন্টাগ্লিয়ানি বলেন, যদি সামগ্রিকভাবে পুরো বিশ্বের কথা চিন্তা করেন, এটা চিন্তার একটা বিষয়। তবে হ্যাঁ, আশার আলো কোথাও না কোথাও থাকেই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.