বর্তমানে স্মার্টওয়াচ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের হাঁটা বা দৌড়ানোর বিষয় ট্র্যাক করা, সময় মত বিছানায় যাওয়া এবং ঘুম থেকে ওঠা সহ নানা গুরুত্বপূর্ণ কাজে স্মার্টওয়াচ ব্যবহার করা হয়ে থাকে।
অ্যাপল স্মার্টওয়াচ মার্কেটে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। মার্কেটে তাদের এ ডিভাইসের চাহিদা ব্যাপক। অন্যদিকে স্যামসাং অ্যাপলকে চ্যালেঞ্জ জানাতে তাদের স্মার্টওয়াচে বাড়তি ফিচার যোগ করেছে।
সম্ভবত স্যামসাং স্মার্টওয়াচ মার্কেটে সবথেকে শক্তিশালী অবস্থানে থাকতে চায়। ২০২২ সালের সেরা স্মার্টওয়াচ বলা যেতে পারে অ্যাপল ওয়াচ এসই ডিভাইসকে। এ স্মার্টওয়াচ ভালো দামে বাজারে বিক্রি হওয়ায় এবং গুরুত্বপূর্ণ ফিচার দেওয়ায় চাহিদার শীর্ষে রয়েছে।
অ্যাপল এর ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়াচ ৮ এবং ওয়াচ আল্ট্রাতে যে চিপসেট ব্যবহার করা হয়েছেে ঐ একই শক্তিশালী চিপসেট এ স্মার্টওয়াচ এ ব্যবহার করা হয়েছে। কাজেই আপনাকে দ্বিতীয় বেস্ট স্মার্টওয়াচের সন্ধান করার কোন দরকার নেই।
তবে এ ডিভাইসের বেজেল বেশ বড়। অলওয়েজ-অন-স্ক্রিন ডিসপ্লের ফিচার দেওয়া নেই। এমনকি ইসিজি বা টেম্পারেচার সেন্সর অনুপস্থিত রয়েছে। তবে খুব বেশি কাস্টমার এ ধরনের ফিচার ব্যবহার করে না।
ভালো দামে এই স্মার্টওয়াচ ক্রয় করা যাচ্ছে বিধায় কিছু ফিচার অনুপস্থিত থাকলেও তা ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে। আপনার বাজেট কম থাকলেও অ্যাপেল ওয়াচের অভিজ্ঞতা নিতে পারছেন।
ঘুম ও এক্সারসাইজের ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। ডিভাইসের সাথে আপনার আইফোন কানেক্ট করা সম্ভব হবে। এদের ব্যাটারি লাইফ অনেক টেকসই হওয়ায় আপনি বাড়তি সুবিধা পাবেন।
এ ধরনের গুরুত্বপূর্ণ ফিচার উপস্থিত থাকায় অ্যাপলের এই স্মার্টওয়াচ ক্রেতাদের রেকমেন্ড করা যেতেই পারে। আপনি স্যামসাংয়ের স্মার্টওয়াচ কিনতে চাইলে তাদের গ্যালাক্সি ওয়াচ ৫ প্রো উপযুক্ত হবে।
তাদের ডিজাইন বেশ আকর্ষণীয় এবং শক্তিশালী এক্সিনোস চিপসেট এখানে ইনস্টল করা আছে। ৫৯০ মেগাহার্জের শক্তিশালী ব্যাটারি এই স্মার্টওয়াচকে পাওয়ার প্রদান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।