জুমবাংলা ডেস্ক : ২০২২ সালে রেমিট্যান্স পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি ছিল ২১.৫ বিলিয়ন ডলার। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার প্রাপ্তির মাইলফলক অর্জন করে তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ২০২৪ সালের প্রতিবেদনে অনুযায়ী, ২০২২ সালে রেমিট্যান্স পাওয়া দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন্স ও ফ্রান্স।
বুধবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (৭ মে) প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে রেমিট্যান্স পাওয়ার দিক থেকে ভারত ছাড়াও শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে মেক্সিকো, চীন, ফিলিপাইন্স ও ফ্রান্স। ২০২২ সালে মেক্সিকোর রেমিট্যান্স প্রাপ্তি ছিল ৬১ দশমিক ১০ বিলিয়ন ডলার। তা ছাড়া চীনের ৫১ বিলিয়ন ডলার, ফিলিপাইনসের ৩৮ দশমিক ০৫ বিলিয়ন ডলার এবং ফ্রান্সের ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রাপ্তি ছিল।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে দশের তালিকায় ভারত ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান রয়েছে। পাকিস্তান ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।
প্রতিবেদন আরও বলছে, ২০১০ সালে বাংলাদেশ ১০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ও ২০১৫ সালে ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল। সেই হিসাবে ১২ বছরে বাংলাদেশের রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে প্রায় ১০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।
রেমিট্যান্স বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বহু মানুষের লাইফলাইন হলেও এসব দেশ থেকে যাওয়া অভিবাসী কর্মীরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করেন, আর্থিক শোষণের শিকার হন এবং অভিবাসন খরচের কারণে অতিরিক্ত আর্থিক দেনায় ডুবে যান বলে প্রতিবেদনে ওঠে আসে। এ ছাড়া কর্মক্ষেত্রে নিপীড়নের শিকার হওয়ার পাশাপাশি তারা ‘জেনোফোবিয়া’রও (বিদেশিদের প্রতি ঘৃণার মনোভাব) শিকার হন বলেও উল্লেখ করা হয় এ প্রতিবেদনে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.