২০২২ সাল প্রায় শেষ হতে চলেছে। এ বছর অনেক উল্লেখযোগ্য স্মার্টফোন বাজারে রিলিজ করা হয়েছিল। টেকনোলজি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগল বছরের সেরা স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে। তাদের চোখে এ বছরের শীর্ষ স্মার্টফোন হচ্ছে গুগল পিক্সেল ৭ প্রো।
স্মার্টফোন ব্যবহারকারীদের উপরের জরিপ পরিচালনা করা হয়েছিল। সেখানে অধিকাংশ উত্তরদাতা গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনকেই প্রাধান্য দিয়েছেন। ২০২২ সালের দ্বিতীয় সেরা স্মার্টফোন হচ্ছে গুগল পিক্সেল ৭।
অন্যদিকে তালিকার তৃতীয় স্থান অবস্থান করছে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ওয়েব সাইটটি গুগল পিক্সেল সিক্সএ স্মার্ট ফোনকে তালিকার চতুর্থ স্থানে রেখেছে। রিলিজের শুরুতে অনেক হাইপ তোলা নাথিং ফোন ওয়ান পঞ্চম স্থান দখল করে নিয়েছে।
গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনটি প্রতিটি সেকশনে ভালো রেজাল্ট করেছে। এটির ক্যামরা প্রশংসারের দাবি রাখে। অন্যদিকে মাত্র ৯০ হার্জ রেটের ডিসপ্লে ও পাশাপাশি টেলিফটো লেন্সের অনুপস্থিতির কারণে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল পিক্সেল ৭ স্মার্টফোন।
তবে মার্কেটে এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে গুগল পিক্সেল সেভেন এর জনপ্রিয়তা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা এর সব থেকে উল্লেখযোগ্য দুইটি ফিচার হচ্ছে স্টাইলাস পেন এবং ক্যামেরার জুম কোয়ালিটি।
পাশাপাশি স্মার্টফোনটি রেগুলার গুরুত্বপূর্ণ আপডেট গ্রহণ করে থাকে। এটির ডিজাইন অনন্য এবং কালারের দিক থেকে দেখতেও সুন্দর। চতুর্থ অবস্থানে থাকা google pixel 6a স্মার্টফোনে গুগলের নিজস্ব টেনসর চিপসেট ব্যবহার করা হয়েছে।
টানা ৫ বহর স্মার্টফোনটি সকল ধরনের সিকিউরিটি আপডেট গ্রহণ করবে। পাশাপাশি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর ফিচার দেওয়া হয়েছে। মাঝারি বাজেটের স্মার্টফোনের তালিকায় নাথিং ফোন ওয়ান এর বিশেষ গুরুত্ব রয়েছে।
স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৭৭৮জি চিপসাট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটির লাইটিং ডিজাইন চোখে পড়ার মতো। এ বছরের সেরা স্মার্টফোন গুগল পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের এর দাম ৮৪ হাজার রুপি ও ১ লক্ষ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।