স্পোর্টস ডেস্ক: আরও ৩ বছর পুনরায় নিযুক্ত হওয়ায় ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিউ জিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন গ্যারি স্টিড।
এর আগে মাইক হেসনের উত্তরসূরি হিসেবে ২০১৮ সালে কিউইদের দায়িত্ব নেন স্টিড। আর দায়িত্ব নিয়েই এক বছরের মাথায় ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান শিষ্যদের। সেবার রোমাঞ্চকর ফাইনালে ইংল্যান্ডের কাছে সুপার ওভারে হারে তাসমান পাড়ের দেশটি।
বিশ্বকাপের পরও দলের উন্নতির ধারা অব্যাহত রেখেছেন ৪৮ বছর বয়সী এই কোচ। বর্তমানে তার দল টেস্ট র্যাংকিংয়ে ২, ওয়ানডেতে ৩ এবং টি-টোয়েন্টিতে ৬ নাম্বারে রয়েছে। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ব্ল্যাকক্যাপসদের অবস্থান ৬-এ।
প্রসঙ্গত আগামী গ্রীষ্মে স্টিডের অধীনে ব্যস্ত সময় পার করার আশা করছে নিউ জিল্যান্ড। করোনাভাইরাসের কারণে দলটির বেশ কয়েকটি সিরিজ স্থগিত হলেও দ্রুতই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। এছাড়া সীমিত ওভারের সিরিজে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।