বর্তমানে ফটোগ্রাফির জন্য স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এজন্য ক্যামেরা নির্মাতারা তাদের নতুন মডেলে ইউনিক ডিজাইন এবং ফিচার নিয়ে আসার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, মিররলেস ক্যামেরায় অটো ফোকাসে উন্নতি ঘটানো হয়েছে। অ্যাকশন ক্যামেরা দিয়ে চমৎকার ভিডিওগ্রাফি করার সম্ভব হচ্ছে।
আপনি যদি ক্যামেরা আপগ্রেড করতে চান তাহলে বর্তমান সময়টা বেশ ভালো। আজকের আর্টিকেলে ২০২৩ সালের সেরা কয়েকটি ক্যামেরা নিয়ে আলোচনা করা হবে।
বেস্ট মিররলেস ক্যামেরা
২০০০ ডলারের নিচে Canon EOS R50 মডেলের ক্যামেরাটি আপনার জন্য বেশ উপযুক্ত হবে। ১৫ ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত বার্স্ট শটের ফিচার রয়েছে এই ডিভাইসে। ফোরকে রেজুলেশন বজায় রেখে এই ডিভাইসটি দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। ফটোগ্রাফার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই মডেলের ক্যামেরাটি উপযুক্ত হবে। ইলেকট্রনিক ভিউ ফাইন্ডারের অপশন দেওয়া হয়েছে এ ডিভাইসে। পাশাপাশি ডুয়েল পিক্সেল AF, সাবজেক্ট মোডের মত ফিচার এখানে যোগ করা হয়েছে। তবে বডির স্ট্যাবেলাইজেশনের দিকে আরেকটু নজর দেওয়া যেত।
বেস্ট একশন ক্যামেরা
GoPro Hero 11 Black মডেলের একশন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটির দিক থেকে যথেষ্ট পারফেক্ট হবে। হাইপারস্মুথ স্ট্যাবেলাইজেশনের এর মত ফিচার থাকায় পেশাদারিত্বের জায়গা থেকে ক্যামেরাটি ব্যবহার করতেই পারেন। এটির ব্যাটারি লাইফ আগের মডেল থেকে চল্লিশ শতাংশ উন্নত করা হয়েছে। ডিভাইসের ডিজাইনে পরিবর্তন করা হয়েছে। হরাইজন লক স্ট্যাবেলাইজেশন এবং ফুল ফ্রেম মডেল ফিচার এখানে যোগ করা হয়েছে। ৫.৩কে রেজুলেশন বজায় রেখে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। ডিভাইসটির বর্তমান বাজার মূল্য ৪০০ মার্কিন ডলার।
বেস্ট কম্প্যাক্ট ক্যামেরা
Fujifilm X100V মডেলের ডিভাইসটি কম্প্যাক্ট ক্যামেরা হিসেবে আপনার জন্য উপযুক্ত হবে। এই ডিভাইসে APS-C সেন্সরের ফিচার দেওয়া হয়েছে। এখানে ৩০ মিলিমিটার এবং ২ আপাচার বিশিষ্ট লেন্স ব্যবহার করতে পারবেন। এখানে অপটিক্যাল এবং ইলেকট্রিক ভিউফাইন্ডারের মত ফিচার দেওয়া হয়েছে। পাশাপাশি মেকানিক্যাল ডায়াল, ফিল্ম সিমুলেশন, মেকানিক্যাল মোড, সাইলেন্ট শাটার মোড, ফেস ডিটেকশন, আই ডিটেকশনের মত চমৎকার ফিচার ক্যামেরার সাথে আপনি পেয়ে যাবেন। ডিভাইসটির বর্তমান বাজার মূল্য এক হাজার চারশো মার্কিন ডলার।
বেস্ট ডিএসএলআর ক্যামেরা
৪৫.৭ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফটোগ্রাফির জন্য হাই-এন্ড ক্যামেরা হিসেবে এর খ্যাতি রয়েছে। সাত ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত এটি দ্রুত শ্যুট করতে পারে। ফোরকে রেজুলেশন বজায় রেখে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। ভেরি অ্যাঙ্গেল টাচ স্ক্রিন, লাইভ মোড ডুয়েল পিক্সেল অটোফোকাস এর মত উন্নত ফিচার এই ডিভাইসের যোগ করা হয়েছে। ডিভাইসটির পিকচার কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। ডিভাইসটির বর্তমান বাজার মূল্য ২৭০০ মার্কিন ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।