২০২৩ সালে ফিচার সমৃদ্ধ দুনিয়ার সেরা ৫ স্মার্টফোন

Google Pixel 7

২০২৩ সাল স্মার্টফোনের মার্কেটের জন্য বেশ ভালোই। সব ডিভাইস পর্যবেক্ষণের পর সেরা ৫ স্মার্টফোন আপনাদের জন্য নির্বাচন করা হয়েছে। এসব ডিভাইসের ইতিবাচক দিক, নেতিবাচক দিক ও বিভিন্ন ফিচার তুলে ধরা হয়েছে। পারফরম্যান্স, ক্যামেরা, স্মার্ট ডিজাইন বা কোয়ালিটি সবকিছু মূূল্যায়ন করা হয়েছে।

Google Pixel 7

Google Pixel 7

অর্থ অনুপাতে ডিভাইসটি আপনাকে ভালো ফিচার অফার করছে। এটির ক্যামেরার কোয়ালিটি বেশ সন্তোষজনক। সফটওয়্যার সিস্টেম বেশ স্মুথ এবং ৯০ হার্জ রিফ্রেশ রেটেরে স্ক্রিন রয়েছে। এটির নেতিবাচক দিক হচ্ছে চার্জিং স্পিড স্লো এবং ফেস আনলক সফটওয়্যার সিস্টেমে আরো পরিবর্তন আনা যেত। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এবং ওয়্যারলেস চার্জিং এর ফিচার পেয়ে যাচ্ছেন। ডিভাইসটির দাম বর্তমানে ৫৯৯ ডলার।

iPhone 14 Pro

অ্যাপলের সেরা iphone বলা হয় এ ডিভাইসটিকে। স্মার্টফোনটির ডায়নামিক আইসল্যান্ড ফিচারটি বেশ ইউনিক। ‌ এটি প্রথম আইফোন যেখানে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি দেওয়া হয়েছে। ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটের স্ক্রিন অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মোবাইলটির নেতিবাচক দিক হচ্ছে ফার্স্ট চার্জিং ফিচার দেওয়া হয়নি এবং ব্যাটারি লাইফে পরিবর্তন করা হয়নি। টেলিফটো লেন্সসহ ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন ডিভাইসটির সাথে।

Samsung Galaxy S23 Ultra

সব ধরনের ফিচারের প্যাকেজ বলা যেতে পারে samsung-এর এই ডিভাইসটিকে। অবাক করে দেওয়ার মতো স্পিডে মোবাইলটি আপনি চালনা করতে পারবেন। স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো। ব্যাটারি লাইফও চমৎকার। তবে সেলফি ক্যামেরা সন্তোষজনক নয়। স্মার্টফোনটির ২০০ মেগাপিক্সেল ক্যামেরা আপনাকে স্পষ্ট ছবি তোলার সুযোগ করে দিবে। তবে আলো কম থাকলে সেলফি ক্যামেরা ভালো কাজ করে না।

Google Pixel 7a

দাম অনুপাতে স্মার্টফোনটিতে সন্তোষজনক ক্যামেরা কোয়ালিটি রয়েছে। এটির গুগল সফটওয়্যার এক্সিলেন্ট কাজ করে। স্মার্টফোনটির নজরকাড়া পারফরম্যান্স আপনাকে মুগ্ধ করবে। ওয়াটার রেজিস্ট্যান্স এর ফিচারও রয়েছে। এটির নেতিবাচক দিক হচ্ছে ধীরগতির চার্জিং, ওয়ারলেস চার্জিং না থাকা ইত্যাদি। ৪৯৯ ডলার দিয়ে আপনি স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। এখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত করা হয়েছে। সাথে রয়েছে শক্তিশালী টেনসর জি-টু চিপসেট।

OnePlus 11

ওয়ানপ্লাসের স্মার্টফোনটির স্ক্রিন কোয়ালিটি বেশ ভালো। এটির দ্রুতগতির পারফরম্যান্স রয়েছে। ভালো কোয়ালিটির ক্যামেরা থাকায় স্পষ্ট ছবি তুলতে পারবেন। পাঁচ বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে। ওয়ারলেস চার্জিং এর ফিচার দেওয়া নেই। এই স্মার্টফোনের দাম হচ্ছে ৬৯৯ ডলার। মোবাইলটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির অক্সিজেন অপারেটিং সিস্টেম আপনাকে স্মুথলি সবকিছু পরিচালনা করতে দিবে।