২০০৩ সালে ওয়ান প্লাস কিছু চমৎকার ফোন বাজারে রিলিজ করছে। এর মধ্যে গেমিং ডিভাইসও রয়েছে। অ্যাপল অথবা স্যামসাং গ্যালাক্সি এর অল্টারনেটিভ হিসেবে ওয়ান ক্লাসের খ্যাতি রয়েছে। আজকের আর্টিকেলে বাজারের সেরা পাঁচটি ওয়ারপাস স্মার্টফোনের বিবরণ তুলে ধরা হবে।
OnePlus 11
স্পেসিফিকেশন:
ডিসপ্লে- 6.7 ইঞ্চি এমালেড ডিসপ্লে, রেজুলেশন: ১৪৪০*৩২১৬
ব্যাটারি- ৫০০০ মেগাহার্জ
চিপসেট- কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু
র্যাম- ৮-১৬ জিবি
স্টোরেজ- ১২৮-২৫৬ জিবি
ইতিবাচক দিক
- গ্রেট পারফর্মন্যান্স
- অ্যামোলেড ডিসপ্লে
- ভালো দাম
- রেপিড চার্জিং
নেতিবাচক দিক
- ওয়ারলেস চার্জিং এর ফিচার নেই
- ক্যামেরা কোয়ালিটি আরো ভালো হতে পারতো
OnePlus 10 Pro
স্পেসিফিকেশন:
ডিসপ্লে- 6.7 ইঞ্চি এমালেড ডিসপ্লে, রেজুলেশন: ১৪৪০*৩২১৬
ব্যাটারি- ৫০০০ মেগাহার্জ
চিপসেট- কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান
র্যাম- ৮-১২ জিবি
স্টোরেজ- ১২৮-২৫৬ জিবি
ইতিবাচক দিক
- এক্সিলেন্ট ক্যামেরা
- গ্রেট ব্যাটারি
- চমৎকার ডিসপ্লে
নেতিবাচক দিক
- ওয়ান প্লাস ইলেভেন এর মত পাওয়ারফুল নয়
- চার্জিং স্পিড আরো ভালো হতে পারতো
OnePlus 10T
স্পেসিফিকেশন:
ডিসপ্লে- 6.7 ইঞ্চি এমালেড ডিসপ্লে, রেজুলেশন: ১০৮০*২৪১২
ব্যাটারি- ৪৮০০ মেগাহার্জ
চিপসেট- কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান
র্যাম- ৮-১২ জিবি
স্টোরেজ- ১২৮-২৫৬ জিবি
ইতিবাচক দিক
- গুড কুলিং সিস্টেম
- সুন্দর ডিজাইন
- হাইপারবুস্ট গেমিং ইঞ্জিন
নেতিবাচক দিক
- ওয়ানপ্লাস ইলেভেন এর মত পাওয়ারফুল নয়
- ক্যামেরা আরেকটু ভালো হতে পারতো
OnePlus Nord 2T
স্পেসিফিকেশন:
ডিসপ্লে- 6.7 ইঞ্চি এমালেড ডিসপ্লে, রেজুলেশন: ১০৮০*২৪০০
ব্যাটারি- ৪৫০০ মেগাহার্জ
চিপসেট- মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০
র্যাম- ৮-১২ জিবি
স্টোরেজ- ১২৮-২৫৬ জিবি
ইতিবাচক দিক
- ভালো দামে মার্কেটে পাওয়া যাবে
- চার্জিং স্পিড সন্তোষজনক
নেতিবাচক দিক
- ওয়ান প্লাসের অন্যান্য ফোনের তুলনায় ব্যাটারি বেশি দুর্বল
- যুক্তরাষ্ট্রে এভেলেবল নেই
- ওয়ারলেস চার্জিং ফিচার নেই
OnePlus Nord N20 5G
স্পেসিফিকেশন:
ডিসপ্লে- 6.43 ইঞ্চি এমালেড ডিসপ্লে, রেজুলেশন: ১০৮০*২৪০০
ব্যাটারি- ৪৫০০ মেগাহার্জ
চিপসেট- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
র্যাম- ৬ জিবি
স্টোরেজ- ১২৮ জিবি
ইতিবাচক দিক
- বাজেট ফোনের মধ্যে 5g ফিচার পেয়ে যাচ্ছেন
- যুক্তরাষ্ট্রের মার্কেটে শুরু থেকেই অ্যাভেইলেবল
নেতিবাচক দিক
- অন্যান্য ফোনের তুলনায় পাওয়ারফুল নয়
- ক্যামেরার কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো
উপরের oneplus এর পাঁচটি ফোনের দাম সহ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি এসব স্মার্টফোনের ইতিবাচক এবং নেতিবাচক দিক সম্পর্কেও জানতে পারলেন। সবথেকে ভাল বিষয় হচ্ছে অ্যাপল এবং স্মার্টফোনের ফিচার ফোনগুলি ক্রয় করতে হলে ১০০০ ডলার বা ১ লাখের বেশি অর্থ খরচ করতে হবে। সেখানে আপনি তার থেকে কম দামে একই স্পেসিফিকেশন এর ওয়ান প্লাস স্মার্টফোন ক্রয় করতে পারছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।