২০২৩ সালে স্মার্টফোন ক্যামেরায় যেসব প্রযুক্তি জনপ্রিয়তা পাবে

phones

২০২৩ সালে স্মার্টফোন ক্রেতারা ম্যান্যফেকচারার ব্র‍্যান্ডের কাছ থেকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে আরও উন্নতি আশা করছে। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তির আশা করছে সবাই।

phones

এত দিন ধরে একটা ট্রেন্ড চালু ছিলো যে, স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে মেগাপিক্সেল হলো মূল বিষয়। অনেক কাস্টমাররা শুধু মেগাপিক্সেল দেখে ফোন ক্রয় করতো। তবে ২০২৩ সাল থেকে এই ধারনাই কিছুটা পরিবর্তন আসবে। মেগাপিক্সেলের পাশাপাশি ক্যামেরার সেন্সরের সাইজ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। ১ ইঞ্চি সাইজের সেন্সরের ট্রেন্ড চালু থাকবে এ বছর।

মেগাপিক্সেল একই থাকলেও সেন্সরের সাইজের কারণে ছবির কোয়ালিটিতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেন্সরের সাইজ বড় হলে অধিক পরিমাণ আলো ক্যামেরায় প্রবেশ করতে পারে। এতে করে ছবি আরো স্পষ্ট দেখা যায়।

২০২২ সালে সনি আইএমএক্স ৯৮৯ ক্যামেরা সেন্সরকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে। এ ক্যামেরা সেন্সর এর সাইজ হচ্ছে ১ ইঞ্চি। প্রযুক্তির দুনিয়ায় প্রথমবারের মতো এক ইঞ্চি সাইজের ক্যামেরা সেন্সর নিয়ে আসতে সক্ষম হলো সনি। জনপ্রিয় ব্র্যান্ড শাওমি সর্বপ্রথম সনির এ সেন্সর ব্যবহার করে স্মার্টফোন তৈরি করেছে।

শাওমি বাদেও সনি সহ আরো বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড এ নির্দিষ্ট সেন্সর ব্যবহার করে স্মার্টফোন নির্মাণ করেছে। ক্যামেরার ক্ষেত্রে সনির বড় সাইজের সেন্সর বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। ভিভো সহ আরো বেশি কিছু ব্র্যান্ড এখন এই ট্রেন্ড ধরে রাখতে চাইবে।

অন্যদিকে ২০০ মেগাপিক্সেল এর ক্যামেরা নিয়ে আসার ক্ষেত্রে স্যামসাং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ২০২৩ সালের অন্যতম একটি জনপ্রিয় ট্রেন্ড হবে।

মুভিং জুম লেন্স আরো একটি নজরকাড়া প্রযুক্তি হতে পারে। samsung সর্বপ্রথম এই আইডিয়া নিয়ে এসেছে। অন্যদিকে গুগল আলগরিদম ও মেশিন লার্নিং প্রযুক্তি ক্যামেরার স্মার্টফোনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।