গ্রীষ্মের সময়ে ভ্রমণপিপাসুরা দেশ বিদেশের বিভিন্ন স্পটে ট্যুর দিয়ে থাকেন। সেখানে চমৎকার ছবি তোলার জন্য দুর্দান্ত ক্যামেরা ফোন অবশ্যই দরকার। ২০২৪ সালে টুরিস্ট স্পটে দুর্দান্ত ছবি তোলার জন্য যেসব ক্যামেরা ফোন আপনার জন্য উপযুক্ত হতে পারে তার শীর্ষ ১০টি আজকের আর্টিকেলে তুলে ধরা হলো।
HUAWEI P50 ULTRA
এই স্মার্টফোনে অ্যাপ্লিকেশন নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। এরপরেও ফোনটি খুব দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা আপনার জন্য চমৎকার ছবি তুলতে সক্ষম। এমনকি রাতের বেলায় কম আলো ছবি তুলতে কোন সমস্যা হবে না। স্মার্টফোনের জুম কোয়ালিটি ভালো থাকার ফলে দূরের ছবি স্পষ্ট বোঝা যাবে।
HONOR MAGIC6 PRO
স্মার্টফোনটির পেছনে লাইকা ব্র্যান্ডের ট্রিপল ক্যামেরা সিস্টেম ইনস্টল করা হয়েছে। ওয়াইড শট এবং জুম ক্যাপাবিলিটির দিক থেকে এই স্মার্টফোনটি ভালো পারফর্ম করতে পারবে। সিনেমার স্টাইলে ভিডিও করার দরকার হলে স্মার্টফোনের ক্যামেরা সদা সর্বদা প্রস্তুত রয়েছে।
HUAWEI MATE 60 PRO+
huawei এর এ ফোনটিতে ক্যামেরার সফটওয়্যার সিস্টেম এমনভাবে ইনস্টল করা হয়েছে যেন নাইট মোড এবং পোট্রেট মোডে ভালো ছবি তোলা সম্ভব হয়। এটির ইউনিক লেন্স ডিজাইন ব্লার কমাতে সহায়তা করবে। কিছু এপ্লিকেশনে রেস্ট্রিকশন রয়েছে তবে ক্যামেরাতে কোন ত্রুটি নেই।
OPPO FIND X7 ULTRA
অপোর ফোনের ক্যামেরা ডিজাইন আপনাকে মুগ্ধ করবে। সনির আইএমএক্স ৮০০ রাতের বেলায় কম আলোতে ছবি তোলার জন্য দুর্দান্ত। অপোর ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার হচ্ছে ছবিগুলো বেশ ন্যাচারাল মনে হয়।
APPLE IPHONE 15 PRO MAX
অ্যাপলের ফোনে ট্রিপল লেন্স ক্যামেরা সিস্টেম রয়েছে এবং বড় আকারের সেন্সর ইন্সটল করা হয়েছে। অ্যাপলের ক্যামেরার লেন্স ফোকাস করতে বেশ সক্ষম। দিনের বেলা অথবা রাতের বেলা যেকোন সময় অ্যাপলের ক্যামেরা দুর্দান্ত ছবি তুলতে পারবে। পেশাদারিত্ব বজায় রেখে ভিডিও ধারণ করতে চাইলে অ্যাপলের এখানে ইউনিক ফিচার দেওয়া হয়েছে।
GOOGLE PIXEL 8 PRO
গুগলের স্মার্ট সফটওয়্যার সিস্টেমের কারণে তাদের ক্যামেরার পারফরম্যান্স দুর্দান্ত হয়ে থাকে। এ ফোনের শক্তিশালী মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ছবিতে কোন অনাকাঙ্ক্ষিত অবজেক্ট থাকলে সেটা রিমুভ করার সহজ সুবিধা যোগ করে দেওয়া হয়েছে। তাছাড়া ছবির স্টোরেজ এবং ম্যানেজমেন্ট সিস্টেম অন্যান্য স্মার্টফোনের ব্র্যান্ডের তুলনা বেশ সহজ।
VIVO X100 PRO
চার লেন্স বিশিষ্ট ক্যামেরা সিস্টেম ভিভোর ফোনে ইন্সটল করা হয়েছে। প্রফেশনাল ফটোগ্রাফির স্বাদ পেতে চাইলে ভিভোর এ ফোনটি আপনাকে ক্রয় করতে হবে। জুম কোয়ালিটি দুর্দান্ত হওয়ার কারণে দূরের ছবি স্পষ্ট বোঝা যায়। তাছাড়া আপনার জন্য ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেমকে সহজ করে দেওয়া হয়েছে।
APPLE IPHONE 15
অ্যাপলের এ ফোনের ডুয়েল লেন্স সিস্টেম যোগ করে দেওয়া হয়েছে। রাতের বেলায় কম আলোতে আগের থেকে অনেক ভালো ছবি তোলা সম্ভব হচ্ছে। আপনি যদি কম দামে ছোট আকারের ভালো ক্যামেরা ফোন ক্রয় করতে চান তাহলে এটি আপনার জন্য উপযুক্ত পছন্দ হবে।
SAMSUNG GALAXY S24 ULTRA
স্মার্টফোনটির পেছনে চার লেন্স এর ক্যামেরা সিস্টেম ইনস্টল করা হয়েছে। এ ফোনের মধ্যে হাই রেজুলেশন মেইন ক্যামেরা সেন্সর থাকার ফলে ছবি তোলার ক্ষেত্রে উপকৃত হবেন। তাছাড়া এটির টেলিফটো এবং আলট্রা ওয়াইড লেন্স অনেক ভালো কাজ করে। ছবির কালার এত সুন্দর যে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।