নতুন উদ্যমে জীবন গড়ার প্রতিজ্ঞা নিয়ে নতুন বছরটা শুরু করেন অনেক মানুষ। পেশাগত সাফল্য কিংবা ব্যক্তিজীবনের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আপনিও হয়তো অনেক কিছুই ভেবেছেন। তবে সম্পর্কগুলোর বিষয়ে বিশেষ কোনো ভাবনা কি আপনার মধ্যে কাজ করছে এই নতুন সময়ে? জীবনসঙ্গী, সন্তান, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়, বন্ধু সবার সঙ্গে সম্পর্কই জীবনের জন্য গুরুত্বপূর্ণ।
আপনি জীবনে আদতে কতটা সুখী, তা কিন্তু আপনার সম্পর্কগুলোর ওপরে অনেকাংশে নির্ভর করে। অথচ আমরা অনেকেই পেশাগত সাফল্য আর রোজকার আর্থিক ভাবনার মাঝে সম্পর্কগুলোকে আলগা করে ফেলি। সাধারণ কিছু ভুল করে ফেলি হামেশাই। এমন কিছু ভুলের বিষয় মনে করিয়ে দেওয়া যাক। এই ভুলগুলো এড়িয়ে চলতে আজ থেকেই সচেতন হোন।
কৃতজ্ঞতা প্রকাশ না করা
কাউকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ ধরে নেবেন না। অর্থাৎ, তিনি আপনার জীবনে আছেন, আপনার জন্য যা করা তাঁর কর্তব্য, সেটাই করছেন এবং তা একেবারেই বিশেষ কিছু নয়—এমন ভাবনার চক্র থেকে বেরিয়ে আসুন। প্রতিটা সম্পর্ক আপনার জীবনের জন্য উপহার। যিনি যা করছেন আপনার জন্য, তার জন্য কৃতজ্ঞ থাকুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন। সম্পর্কের জন্য ব্যয় করা সময় এবং শ্রমকে মূল্যায়ন করুন।
তুলনা করা
এটি মারাত্মক এক ভুল। অন্যের সন্তান ভালো ফল করেছে, অন্যের পিতা দামি উপহার দিয়েছে, অন্যের সঙ্গী তার জন্য বিশেষ কিছু করেছে—এমন নানা বিষয় নিয়েই হীনম্মন্যতা সৃষ্টি হতে পারে আপনার মাঝে। কিন্তু মনে রাখতে হবে, জীবন প্রত্যেকের জন্যই অনন্য। সবার ক্ষমতা এক রকম নয়। আপনার জন্যও তা সত্য। কিন্তু আপনার আপনজন আপনার জন্য বিশেষ কেউ। তা তিনি আপনার সন্তান, অভিভাবক, সঙ্গী যে–ই হোন না কেন। প্রতিটি সম্পর্কের ইতিবাচক দিক নিয়ে ভাবুন। সন্তানের ফলাফলে মেজাজ বিগড়ে গেছে? ভেবে দেখুন, কতজনের সন্তানই নেই; কিংবা কতজন সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন। অথচ পরীক্ষার ফলাফল তো সাময়িক ব্যাপার!
কটু কথা বলা
অনেকেই বাইরের জীবনের হতাশা বা রাগের বহিঃপ্রকাশ বাড়িতে ঘটান। এই ভুল আর করবেন না। ধরা যাক, পরিবারের আপনজনের পরামর্শে আপনি একটি চাকরিতে ঢুকেছেন। কিন্তু এখন সেখানে আপনার ভালো লাগছে না। অথচ হুট করে ছেড়েও দিতে পারছেন না। এ রকমটা হলেও আপনজনকে দোষ দিতে নেই। মনে রাখবেন, তাঁরা আপনার জন্য কল্যাণকর বিবেচনা করেই পরামর্শ দিয়েছিলেন। বাস্তবতা হয়তো রূঢ়। কিন্তু তাঁদের কল্যাণ ভাবনাটি মিথ্যা নয়। জীবনের কোনো বিষয় নিয়েই কাউকে দোষ দেবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।