২০২৬ বিশ্বকাপের শিরোপা নিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন মার্টিনেজ

মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপজয়ে বড় ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয় নিশ্চিত করেন তিনি। বিশ্বকাপজয়ী এই ফুটবলার এবার ভবিষ্যদ্বাণী করলেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে।

বর্তমানে এশিয়া সফরে ভারতে অবস্থান করছেন মার্টিনেজ। বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে কলকাতায় পা রাখেন তিনি। সেখানেই তিনি ভবিষ্যদ্বাণী করেন ২০২৬ বিশ্বকাপ নিয়ে। একই সঙ্গে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক জানান, ভবিষ্যতে মেসির মতো কেউই হতে পারবে না।

মেসি সম্পর্কে মার্টিনেজ বলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ভবিষ্যতে মেসির মতো কাউকে পাওয়া সম্ভব নয়। তার মতো হওয়া কঠিন।’
মার্টিনেজ
কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপও আর্জেন্টিনা জিতবে বলে মন্তব্য করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘যখন আমি মাঠে নামি মনে করি যে আমি সেরা হতে পারবো। কোপা আমেরিকা, বিশ্বকাপসহ সবকিছুই আমরা জিতেছি। আশা করছি আমরা পরবর্তী কোপা আমেরিকা এবং বিশ্বকাপও জিতবো।’

তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হওয়া। আমি এখনও স্বস্তিতে যাচ্ছি না। আমি আরও ভালো করতে চাই এবং আর্জেন্টিনার হয়ে আরও শিরোপা জিততে চাই।’

অঝোরে কাঁদলেন তামিম