বিশ্বজুড়ে বর্ষবরণের আমেজ শুরু হওয়ার আগেই সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির কিরিতিমাতি (ক্রিসমাস আইল্যান্ড) অঞ্চলে বিশ্বের প্রথম স্থান হিসেবে নতুন বছরের সূচনা হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছরই এই দেশটি প্রথম সূর্যোদয়ের সাক্ষী হয়ে বিশ্বের নজর কাড়ে।

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব এবং হাওয়াইয়ের দক্ষিণে অবস্থিত এই দেশটি অসংখ্য প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত। পূর্ব থেকে পশ্চিমে প্রায় ৪ হাজার কিলোমিটার বিস্তৃত এই দ্বীপরাষ্ট্রের স্থানীয় নাম ‘কিরিবাস’। ১৯৭৯ সালে যুক্তরাজ্যের শাসন থেকে স্বাধীনতা লাভ করা এই দেশটিতে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামুদ্রিক রিজার্ভ।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হলেও কিরিবাতি বর্তমানে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। দেশটির ১ লাখ ১৬ হাজার জনসংখ্যার একটি বড় অংশই নিম্নভূমিতে বসবাস করে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এখানকার অনেক প্রবাল প্রাচীর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার হুমকিতে রয়েছে।
কত টাকার সম্পদের মালিক হাসনাত আব্দুল্লাহ, হলফনামায় যা দেখালেন
মজার বিষয় হলো, কিরিবাতি ভৌগোলিকভাবে হাওয়াইয়ের প্রায় সরাসরি দক্ষিণে অবস্থিত হলেও আন্তর্জাতিক সময়রেখার অবস্থানের কারণে এখানে হাওয়াইয়ের পুরো একদিন আগেই নতুন বছর শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি; বর্ণিল আয়োজনে ২০২৬ সালকে বরণ করে নিয়েছে কিরিবাতিবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


