স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। সর্বশেষ তিন ম্যাচে খরুচে বোলিং করছেন এই বাঁহাতি পেসার। ঘরের মাঠে লখনৌর বিপক্ষে ২১ বলে ৫১ রান দিয়ে ‘খল নায়ক’ বনে গেছেন তিনি। লখনৌর বিপক্ষে এমন বাজে বোলিংয়ে মুস্তাফিজের কোনো দোষ দেখছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ঢাকা আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
সুজন মনে করেন, একজন বোলার হিসেবে বাজে দিন পার করেছেন মুস্তাফিজ। খারাপ সময়ে ফিজকে সমর্থন দেয়ার কথাও বলেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মুস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম হবে। তাকে আমাদের সমর্থন করতে হবে।’
ম্যাচের ওই মুহূর্তে যে কোনো বোলারই খরুচে বোলিং করতো বলে মনে করেন সুজন। তিনি বলেন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মুস্তাফিজের খারাপ দিন যাবে আবার অন্য সময় তাসকিন-শরিফুলের যাবে। সবাই মুস্তাফিজকে দোষ দিলেও আমি দেয় না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যেকোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক ক্যাম্পের জন্য ঘোষিত দল নিয়ে সুজন বলেন, ‘যে দলটা লিপু ভাইরা দিয়েছেন তা দারুণ ভারসাম্যপূর্ণ। হয়তো অনেক কথাই থাকতে পারে, তবে আমি মনে করি যারা আছে তারা সবাই পারফর্মার। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে এই ছেলেদের মধ্যে। শুধু আমাদের ধৈর্য ধরতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।