গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। তৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।
আজ শনিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় আজ সকাল ৮টার দিকে ময়মনসিংহগামী একটি ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চারটি দোকানের ওপর উঠে যায়। পরে এমসিবাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমাণ একটি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে এক নারীসহ দুই জন নিহত হয়। এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পড়ে পুলিশ গিয়ে মহাসড়ক থেকে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।