Advertisement
প্রায় ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট এলাকায় জেলের জালে ধরা পড়েছে । খুব কমই এ রকম বড় আকারের মাছ ধরা পড়ে পদ্মায়। বুধবার ভোরে মাছটি ধরা পড়ে।
বিকেলে দেখা যায়, দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের ওপর মানুষের ভিড়। সবাই বাঘাইড় মাছটি এক নজর দেখতে ভিড় জমিয়েছে।
মাসুদ মোল্লা নামের স্থানীয় মৎস্য ব্যবসায়ী দৌলতদিয়া ঘাট এলাকার মাছের আড়তদার নাটু মোল্লার কাছ থেকে ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন। তিনি আরও বেশি দামে বিক্রির জন্য ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে পানিতে ছেড়ে রেখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।