জুমবাংলা ডেস্ক : চারদিকে শীতের তীব্রতা ছড়িয়ে পড়েছে। শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ছড়ানোর যুদ্ধে এবার ৭ম বারের মতো অমৃতসূর্যের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর উষ্ণতা’।
আয়োজকরা জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ২২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দুপুর ৩টা থেকে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, দুর্গ, আপেক্ষিক, আপন ঘর, ইন্ট্রোইট,কাল, কৃষ্ণপক্ষ, অশরিক,সোনার বাংলা, দ্যা প্রিসোনার্সসহ আরো অনেকে।
অমৃতসূর্যের প্রতিষ্ঠাতা রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, অমৃতসূর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছরের ন্যায় এই বছর ৯ম বারের মতো সংগঠন থেকে উত্তরবঙ্গের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের সম্পূর্ণ পরিমাণ টাকা শীতার্ত মানুষের পেছনে ব্যয় করা হবে। যেনো তাদের কষ্ট সামান্য পরিমাণ হলেও লাগব হয়।
এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, ইভেন্ট পার্টনার স্করপিয়ন। ভল্টান্টিয়ার সহযোগিতায় রয়েছে ‘ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ’।
টিএসসির উষ্ণতা বুথে টিকেট পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানের দিনেও টিকেট পাওয়া যাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel